ভারতকে খোলা চ্যালেঞ্জ পাকিস্তানের, সেমির আগে বাবরদের `গরম' করছেন হেডেন

Last Updated:

Pakistan cricket team mentor Matthew Hayden warning for India before facing New Zealand. ভারতকে ফাইনালে চাই! সেমির আগে বাবরদের গরম করছেন হেডেন

ফাইনালে ভারতকে চাইছেন হেডেন
ফাইনালে ভারতকে চাইছেন হেডেন
#সিডনি: বাংলাদেশকে হারিয়ে পাওয়া গেছে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট। আশা ছেড়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু অসম্ভব সম্ভব হয়েছে। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা টুইটে লেখেন, ওরাও পরিকল্পনা করে। ঈশ্বরও পরিকল্পনা করেন। আর ঈশ্বর সবার থেকে ভাল পরিকল্পনা করেন। এবারের বিশ্বকাপে ভারতের পক্ষে ‘ষড়যন্ত্র’ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা বারবার অভিযোগ করেছেন।
তাঁদের অভিযোগ, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। রোহিত শর্মারা যাতে বিশ্বকাপের সেমিফাইনালে সহজে উঠতে পারেন সেই রাস্তা পাকা করে দিয়েছে আইসিসি। টেনে খেলানো হচ্ছে ভারতকে। সেই অভিযোগকারীদের মধ্যে রামিজ়ও ছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পরে তিনি রোহিত শর্মাদের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
আরও পড়ুন - ল্যাপ শট রপ্ত করতে রক্তাক্ত হয়েছি বহুবার! রহস্য ফাঁস করলেন সূর্য কুমার
পাকিস্তান সেমিফাইনালে উঠতেই সেই বিতর্ক আরও বাড়িয়ে দেন রামিজ়। হেডেন অবশ্য চক্রান্তের কথা বলেই থামেননি। কোনও মতে সেমিফাইনালে উঠেও বাকি দলগুলিকে হুঁশিয়ারি পাঠিয়েছেন। বলেছেন, আমরা বিপজ্জনক দল। সেটা বুঝুন এবং তারিফ করুন। পাকিস্তানের ক্রিকেটাররা রেগে গিয়ে দাঁত-নখ বের করলে বাকিরা বিপদে পড়ে যাবে।
advertisement
advertisement
এই বিশ্বে এবং এই প্রতিযোগিতায় কেউ আমাদের বিরুদ্ধে এখন খেলতে চাইবে না। বাবরদের চাঙ্গা করতে হেডেন বলেছেন, আগামী দু’দিনে নিজেদের মন থেকে সব মুছে ফেল। যে ম্যাচেই আমরা খেলি, তরতাজা হয়ে মাঠে নামো এবং ইতিবাচক ক্রিকেট খেলো। ভয়ডরহীন ক্রিকেট যা কেউ কোনও দিন ভুলতে পারবে না।
advertisement
ফাইনালে ভারতকে পেলে এবার জবাব দিতে তৈরি বাবর, শাহিনরা। তবে তার আগে বুধবার নিউজিল্যান্ডকে হারাতে হবে তাদের। বোল্ট, সাউদি, লকি ফারগুসন - এই তিনজন পেসার ছাড়াও ইশ সোধি লেগস্পিনার হিসেবে বেশ কঠিন। উইলিয়ামসন, ফিলিপস, কনওয়ে ফর্মে আছেন। তাই সেমিফাইনালে এমন একটা দলকে হারানো সহজ নয়।
গোটা পাকিস্তান দল এই মুহূর্তে নিজেদের সেরা ক্রিকেট খেলতে তৈরি। টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে তারা। তাই সেমিফাইনালে নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও ফাইনালের শপথ খেয়ে নামছে বাবর, রউফ, শাদাব খানরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতকে খোলা চ্যালেঞ্জ পাকিস্তানের, সেমির আগে বাবরদের `গরম' করছেন হেডেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement