পিইসি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে স্পোর্টস কোটায় ভর্তি হতে চাওয়া এক ছাত্রের কাছে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর চাওয়া হয়েছিল। কিন্তু তার সেই নম্বর ছিল না। হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সে। সেই ছাত্রের হয়ে আইনজীবী পিএস পাটওয়ালিয়া আদালতে বলেন, এই নম্বর পেয়ে স্পোর্টস কোটায় সুযোগ পেতে হলে খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলবে।
advertisement
সুপ্রিম কোর্ট মনে করেছে, সাধারণ ছাত্রদেরও যেখানে ভর্তি হতে গেলে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন হয়, সেখানে স্পোর্টস কোটায় ভর্তি হতে গেলেও একই নম্বর চাওয়া অনুচিত। ওই ছাত্রকে ভর্তি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে।
স্পোর্টস কোটায় পড়ার সুযোগ পেতে হলে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন— এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে একটি মামলা করা হয়েছিল। কিন্তু হাই কোর্ট মামলাটি খারিজ করে দেয়।