সোজা কথায় দীর্ঘদিন ভারত সেরা না হওয়ার থেকে শাপমুক্তি ঘটল ২০২৪-এ ৩১ ডিসেম্বর। ভারতীয় ফুটবলের মানচিত্রে সেরার আসন বাংলার দখলে। ৬ বছর অপেক্ষার পর সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারাল বাংলা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিলেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস তাঁর।
advertisement
বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্র অরূপ বিশ্বাস৷ সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬-১৭ তে। কিন্ত শেষ কয়েক মরশুমে বাংলার সন্তোষ ট্রফিতে পারফরম্যান্স বেশ নড়বড়ে এমনকি প্রাথমিক রাউন্ড থেকেই বিদায়ও হয়েছে৷ সমস্ত প্রতীক্ষার অবসান হল ২০২৪ -র শেষ দিনে৷
