TRENDING:

Meeting With ‘GOD’ Messi: ভক্তের সঙ্গে ‘ভগবান’-র দেখা, রেফারি দেবব্রত এখনও মেসিতে মজে, সঙ্গে রেখেছেন সই করা বল

Last Updated:
Meeting With ‘GOD’ Messi: হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি গ্যালারিতে থাকা দর্শকরা।
advertisement
1/7
ভক্তের সঙ্গে ‘ভগবান’-র দেখা, রেফারি দেবব্রত এখনও মেসিতে মজে, সঙ্গে রেখেছেন সই করা বল
হুগলি: এখনও মেসির জ্বরে কাঁপছে কলকাতা। শীতের শহরে মেসি এসেছিলেন। কিন্তু যুবভারতীতে 'মাসিহা-মেসি'র এক ঝলকও দেখতে না পেয়ে যখন তাণ্ডব চালালেন দর্শকরা, তখন ঈশ্বর দর্শন হল হুগলির তারকেশ্বরের দেবব্রত নস্করের। সঙ্গে আবার বাড়তি পাওয়া ফুটবলে সই।
advertisement
2/7
তারকেশ্বরের বাসিন্দা ১৩ বছর ধরে রেফারিং করছেন দেবব্রত। এখন তিনি জাতীয় পর্য়ায়ের রেফারি। দেবব্রত বলেন, 'ফুটবলের ভগবানকে দেখতে পেয়ে আমার জীবন তার ধন্য'।
advertisement
3/7
শনিবার প্রবল উত্‍সাহ-উদ্দীপনার মধ্যে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি সম্পর্ণ বদলে যায়। মাত্র ২০ মিনিট থেকেই যুবভারতী থেকে বেরিয়ে যান আর্জেন্টিনার তারকা ফুটবলার।
advertisement
4/7
হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি গ্যালারিতে থাকা দর্শকরা। ফুটবল রাজপুত্র বেরিয়ে যেতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ব্যাপক ভাঙচুর চালান মেসিভক্তরা।
advertisement
5/7
এসবের মাঝেই স্বপ্নপূরণ হয়ে গেল তারকেশ্বরের দেবব্রত নস্করের। স্রেফ দেখাই নয়, মেসির সঙ্গে হ্যান্ডশেক করে সই-ও সংগ্রহ করে ফেলেছেন তিনি।
advertisement
6/7
মেসি আসার আগে একটি প্রীতি ম্যাচ হচ্ছিল যুবভারতীতে। মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার।
advertisement
7/7
সেই ম্যাচে রেফারি ছিলেন দেবব্রত। খেলা চলাকালীন যুবভারতীতে ঢোকেন মেসি, সুয়ারেজ আর ডিপল। দু'দলের খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে হ্যান্ডসেক করেন মেসি। তখন তাঁর সই-ও সংগ্রহ করেন নেন দেবব্রত।
বাংলা খবর/ছবি/খেলা/
Meeting With ‘GOD’ Messi: ভক্তের সঙ্গে ‘ভগবান’-র দেখা, রেফারি দেবব্রত এখনও মেসিতে মজে, সঙ্গে রেখেছেন সই করা বল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল