TRENDING:

KKR News: নিলামের পরই তৈরি কেকেআরের সেরা একাদশ! কারা পাবে সুযোগ? কারা বসবে বেঞ্চে? দেখে নিন

Last Updated:
Kolkata Knight Riders: তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার আইপিএল ২০২৬ নিলামে মোট ১৩ জন প্লেয়ার কিনেছে। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমে একের পর এক তারকাদের কিনে চমক দিয়েছে কেকেআর শিবির।
advertisement
1/8
নিলামের পরই তৈরি কেকেআরের সেরা একাদশ! কারা পাবে সুযোগ? কারা বসবে বেঞ্চে? দেখে নিন
তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার আইপিএল ২০২৬ নিলামে মোট ১৩ জন প্লেয়ার কিনেছে। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমে একের পর এক তারকাদের কিনে চমক দিয়েছে কেকেআর শিবির। গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার নতুন শুরু করতে তৈরি কিংখানের দল।
advertisement
2/8
কেকেআর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি, শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি এবং বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকাতে দলে নিয়েছে। এই তিনজনের পাশাপাশি টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র—এর মতো খেলোয়াড়রা কেকেআরে এসেছেন। তবে নিলাম শেষ হতেই জল্পনা শুরু হয়ে গিয়েছে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে।
advertisement
3/8
আইপিএল ২০২৬-এ, ফিন অ্যালেন বা টিম সাইফার্ট—এই দু’জনের একজন কেকেআরের হয়ে উইকেটকিপিং করবেন এবং কিংবদন্তি স্পিন অলরাউন্ডার সুনীল নারাইনের সঙ্গে ওপেনিং করবেন। নারাইন আইপিএল ইতিহাসে তিনবারের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারট এবং কেকেআরের হয়ে আইপিএল ১৯০টিরও বেশি ব্যাটসম্যানকে আউট করার পাশাপাশি ওপেনার হিসেবে ব্যাট হাতে বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
advertisement
4/8
আইপিএল ২০২৫-এ কেকেআরের অধিনায়ক ছিলেন অজিঙ্কে রাহানে। তিনি যদি ২০২৬ সালেও দায়িত্বে থাকেন, তাহলে সম্ভবত তিনি নম্বর ৩-এ ব্যাট করবেন, এরপর ৪-এ ক্যামেরন গ্রিন, ৫-এ রিঙ্কু সিং এবং ৬-এ রমনদীপ সিং ব্যাট করবেন।
advertisement
5/8
হর্ষিত রানা ও বৈভব অরোরা ২০২৬ মরশুমে কেকেআরের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। তাঁদের সহায়তা করবেন মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে বিশ্বের এক নম্বর টি-২০ বোলার বরুণ চক্রবর্তীর ওপর।
advertisement
6/8
ব্যাকআপ ভারতীয় পেসার হিসেবে কেকেআরের কাছে রয়েছেন আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। আর ব্যাকআপ ব্যাটারদের তালিকায় আছেন আংক্রিশ রঘুবংশী, মনীশ পান্ডে ও রাহুল ত্রিপাঠী।
advertisement
7/8
প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ টি-২০ অধিনায়ক রভম্যান পাওয়েল এবং নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র শুরুতে একাদশে না-ও থাকতে পারেন, তবে টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে তাঁদের অন্তর্ভুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
8/8
আইপিএল ২০২৬-এ কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে, সুনীল নারিন, টিম সাইফার্ট / ফিন অ্যালেন (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, মাথিশা পাথিরানা।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: নিলামের পরই তৈরি কেকেআরের সেরা একাদশ! কারা পাবে সুযোগ? কারা বসবে বেঞ্চে? দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল