কিন্তু ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানকেও বোকা বানিয়ে দিলেন সেই নারিন। উমেশ যাদবের হাতে ধরা পড়লেন তিনি। এরপর বাঁহাতি সুদর্শন এবং অভিনব মনোহর মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন গুজরাতকে। অভিনব এক ওভারে তিনটি বাউন্ডারি মারেন উমেশকে। কিন্তু তাকে একটি স্বপ্নের গুগলিতে বোল্ড করলেন সুয়াশ শর্মা। বলটা বুঝতেই পারেনি ব্যাটসম্যান।
প্রায় আউট করে ফেলেছিলেন বিজয় শংকরকে। লকি ফার্গুসন ১৫০ কিলোমিটার গতিতে বল করলেন। এটা থেকে বোঝা যায় কেকেআর পেসার ফিট হয়ে উঠেছেন। তবে কেকেআরের সামনের লড়াই করে গেলেন তামিলনাড়ুর বাঁহাতি সাই সুদর্শন। অন্যদিকে বিজয় শংকর রান বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন।
advertisement
গুজরাত প্রচুর সিঙ্গল, ডবল নিল। কেকেআরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে খুব সহজে বাউন্ডারি মারতে পারছিল না গুজরাত। আশা করা গিয়েছিল এই দিন বল করতে দেখা যাবে আন্দ্রে রাসেলকে। কিন্তু সেটা করলেন না তিনি।এরপর সুদর্শন নিজের পঞ্চাশ পূর্ণ করলেন। তবে শেষ দিকে বিজয় শংকর দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন। এর ফলে গুজরাত অনেকটা রান বাড়িয়ে নিতে পারল। বিজয় শংকর ঝড় বইয়ে দিলেন।