TRENDING:

ঝুলনের ইনসুইং খেলতে পরাস্ত হয়েছিলেন হিটম্যান রোহিত শর্মা! স্মৃতিচারণ ভারত অধিনায়কের

Last Updated:

Rohit Sharma remembers when he was challenged by Jhulan Goswami in swinger. ঝুলনের ইনসুইং খেলতে পরাস্ত হয়েছিলেন হিটম্যান রোহিত শর্মা! স্মৃতিচারণ ভারত অধিনায়কের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ভারতের মহিলা ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী হিসেবে অবসর নেওয়ার সময় কিছুটা আবেগপ্রবণ হবেন ঝুলন গোস্বামী সেটাই স্বাভাবিক। কিন্তু শুধু মহিলা ক্রিকেটে নয়, ভারতের পুরুষ ক্রিকেট দলেও ঝুলনের সম্পর্কে উচ্চদরের সার্টিফিকেট রয়েছে। এই সার্টিফিকেট দিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ঝুলন গোস্বামীকে সামলাতে মুশকিলে পড়েন রোহিত
ঝুলন গোস্বামীকে সামলাতে মুশকিলে পড়েন রোহিত
advertisement

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে, ভারতীয় অধিনায়ক রবিবার একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। যেখানে তাঁকে ঝুলন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। মহিলা ফাস্ট বোলারের প্রশংসা করে রোহিত শর্মা বলেন, ঝুলন গোস্বামী একজন দুর্দান্ত খেলোয়াড়। তিনি দেশের জন্য অনেক আবেগ দেখিয়েছেন, এটি দেশের সমস্ত যুবকদের জন্য একটি অনুপ্রেরণা এবং শিক্ষা।

আমার মনে আছে একবার সে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তাঁর ইন-সুইঙ্গার বল দিয়ে আমাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছিলেন। তার স্পিড ১৩০ এর মত। শুধু মহিলা ক্রিকেট কেন, সঠিক জায়গায় বল ফেললে পুরুষ ক্রিকেটারদেরও ঝামেলায় ফেলতে পারত ঝুলন। রোহিত মনে করেন তাকে একবারের জন্যেও ব্যাকফুটে যেতে দেননি ঝুলন। এতটা নিয়ন্ত্রণ প্রমাণ করে বোলার হিসেবে ঝুলন কতটা দক্ষ।

advertisement

ঝুলন গোস্বামী, মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। বর্তমানে ইংল্যান্ড সফরে আছেন ঝুলন, যেখানে তিনি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ২৪ সেপ্টেম্বর লর্ডসের ঐতিহাসিক মাঠে শেষ ম্যাচ খেলবেন তিনি।

এটি ঝুলনের জন্য সত্যিই একটি আবেগপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তিনি ২০০২ সালে ভারতের হয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ঝুলনের নাম শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, সারা বিশ্বে অত্যন্ত সম্মানের সঙ্গে নেওয়া হয়। তাঁর উপর একটি বায়োপিকও তৈরি হচ্ছে, 'চাকদা এক্সপ্রেস'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাই তার বিদায় নিয়ে ভারতীয় ক্রিকেট মহল আবেগ তাড়িত। তবে শুধু বল নয়, প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখতে পারতেন ঝুলন। অনেক ম্যাচে ভারতকে বাঁচিয়েছেন ব্যাট হাতেও।

বাংলা খবর/ খবর/খেলা/
ঝুলনের ইনসুইং খেলতে পরাস্ত হয়েছিলেন হিটম্যান রোহিত শর্মা! স্মৃতিচারণ ভারত অধিনায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল