রোহিত তৃতীয় ওভারে একটি লাইফলাইন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ
বাংলাদেশ এদিন বল হাতে শুরুটা ভালই করেছিল৷ প্রথম ২ ওভারে তাঁদের বোলাররা মাত্র ১০ রান দেন৷ তৃতীয় ওভারে তসকিন আহমেদের ভাল বোলিং করছিলেন৷ অধিনায়ক রোহিত ৩ বলে একটিও রান করতে পারেননি৷ তাঁর চতুর্থ বলে রোহিত হাওয়ায় শট খেলেন৷ কারণ ব্যাট ও বলের ঠিকঠাক সংযোগ হয়নি৷ ডিপে হাসান মাহমুদ হাতে বল গেলেও তিনি তা নিতে ব্যর্থ হন৷
advertisement
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি সাইক্লোন! রইল আজকের টাটকা ওয়েদার আপডেট
হাসানই এরপর তাঁকে আউট করেন
এরপর রোহিত শর্মা চতুর্থ ওভারে স্ট্রাইকে আসেন৷ বল হাতে হাসান মাহমুদ হাতে ধরা দেন তিনি৷ প্রথম বলে রোহিত কোনও রান করতে পারেননি৷ দ্বিতীয় বলে মাহমুদ যে বল করেন তাতে রোহিত পয়েন্টের ওপর থেকে খেলতে গিয়ে ফিল্ডার ইয়াসির আলির হাতে ধরা দেন৷ রোহিত ব্যাট করে ২ রান করেন৷