রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তারা শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রয়েছেন। বিজয় হাজারে ট্রফি যেহেতু ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়, তাই জানুয়ারি ২০২৬-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এই টুর্নামেন্ট দুই তারকার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা জানিয়েছে, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ এই টুর্নামেন্টে খেলার জন্য নিজেদের উপলব্ধতা নিশ্চিত করেছেন। দিল্লি দল প্রাথমিকভাবে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে এবং রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি এই দুটি ম্যাচেই মাঠে নামবেন।
অন্যদিকে, রোহিত শর্মাকেও মুম্বই দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, তিনি বিজয় হাজারে ট্রফির প্রথম দুটি ম্যাচ খেলবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিত শর্মা শেষবার ২০১৮ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারকা এই দুই ক্রিকেটারের অংশগ্রহণে এবারের বিজয় হাজারে ট্রফি যে বিশেষ আকর্ষণ পেতে চলেছে, তা বলাই বাহুল্য।
বিজয় হাজারে ট্রফিতে দিল্লির ম্যাচ সূচি
২৪ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ (বেঙ্গালুরু)
২৬ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম গুজরাট (বেঙ্গালুরু)
২৯ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম সৌরাষ্ট্র (আলুর)
৩১ ডিসেম্বর, ২০২৫: দিল্লি বনাম ওডিশা (আলুর)
৩ জানুয়ারি, ২০২৬: দিল্লি বনাম সার্ভিসেস (বেঙ্গালুরু)
৬ জানুয়ারি, ২০২৬: দিল্লি বনাম রেলওয়ে (আলুর)
৮ জানুয়ারি, ২০২৬: দিল্লি বনাম হরিয়ানা (বেঙ্গালুরু)
বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের ম্যাচ সূচি
২৪ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম সিকিম (জয়পুর)
২৬ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম উত্তরাখণ্ড (জয়পুর)
২৯ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম ছত্তিশগড় (জয়পুর)
৩১ ডিসেম্বর, ২০২৫: মুম্বাই বনাম গোয়া (জয়পুর)
৩ জানুয়ারি, ২০২৬: মুম্বাই বনাম মহারাষ্ট্র (জয়পুর)
৬ জানুয়ারি, ২০২৬: মুম্বাই বনাম হিমাচল প্রদেশ (জয়পুর)
৮ জানুয়ারি, ২০২৬: মুম্বাই বনাম পাঞ্জাব (জয়পুর)
