TRENDING:

আইসিসি-র বিশ্বকাপের সেরা একাদশে বাদ বিরাট, ভারত থেকে দলে জায়গা পেলেন কারা ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই:  বিশ্বকাপ শেষ। একদিনের ক্রিকেটে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। বিরাটের ভারতকে টপকে শীর্ষে উঠল কাপ জয়ী ইংল্যান্ড। তিন নম্বরে রানার্স নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করলেন উইলিয়ামসন, জেসন রয়, জাডেজারা। বোলারদের তালিকায় এক নম্বরে রইলেন বুমরাহ। আইসিসির সেরা একাদশে রোহিত। বাদ কোহলি।
advertisement

বিশ্বকাপের ৪৪ বছরের ইতিহাসে প্রথমবার ট্রফি জয়। ২৪ ঘণ্টার মধ্যে একদিনের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল ইংল্যান্ড। ভারতকে টপকে র‍্যাঙ্কিং শীর্ষে মর্গ্যানরা। বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছিলেন বিরাটরা। কাপ জিতে নিজেদের শীর্ষস্থান ফিরে পেল ইংল্যান্ড। বিশ্বকাপ রানার্স নিউজিল্যান্ড তিন নম্বরে রইল। শেষচার থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়া চার নম্বরে।

এদিকে বিশ্বকাপে একটি সেঞ্চুরি না করলেও ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট। রেকর্ড ৫টি সেঞ্চুরি করা রোহিত দুই নম্বরে আছেন। ২ ধাপ উঠে তালিকার ৬ নম্বর কিউই অধিনায়ক উইলিয়ামসন। প্রথমবার দশে ঢুকলেন জেসন রয়। ৩ ধাপ উঠে ১০ নম্বরে ইংল্যান্ড ওপেনার। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি হয়েছে জাদেজার।

advertisement

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন জসপ্রীত বুমরাহ। ২ নম্বরে বোল্ট। তিন নম্বরে উঠলেন রাবাদা। ছয় ধাপ উন্নতি করে ৭ নম্বরে ইংরেজ পেসার ওকস। ১৩ ধাপ এগোলেন জোফ্রা আর্চার। অলরাউন্ডারদের শীর্ষে বাংলাদেশের সাকিব। কেরিয়ারের সর্বোচ্চ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ফাইনালের নায়ক বেন স্টোকস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে বিশ্বকাপের পর আইসিসি টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল। ভারত থেকে দলে রয়েছেন রোহিত, বুমরাহ। বাদ বিরাট। অধিনায়ক উইলিয়ামসন। রয়েেছন ফার্গুসন। দলে কাপ জয়ী ইংল্যান্ডের ৪ ক্রিকেটার। জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জোফ্রা আর্চার। উইকেটকিপার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি সঙ্গে মিচেল স্টার্ক। অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ ব্যাক্তি ট্রেন্ট বোল্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইসিসি-র বিশ্বকাপের সেরা একাদশে বাদ বিরাট, ভারত থেকে দলে জায়গা পেলেন কারা ?