চাহাল আদালতের একটি রায়ের স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা ছিল, “আর্থিকভাবে স্বাধীন স্ত্রীরা তাঁদের স্বামীদের কাছ থেকে খোরপোষের দাবি করতে পারবেন না।” এর সঙ্গে তিনি লিখেছেন, “মায়ের দিব্যি কাটো যে এই সিদ্ধান্ত থেকে পালটি খাবে না”!পোস্টটি যদিও কিছুক্ষণ পরেই মুছে ফেলা হয়েছিল, কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে যায়। ধনশ্রীকে কটাক্ষ না কি আদালতের রায়ের তারিফ- এই নিয়ে বিতর্ক শুরু হয়। কেন না, বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই এরকম এক পোস্ট দিলেন চাহাল। ২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া থেকে বম্বে হাই কোর্টের মামলার পর এই বছরের মার্চ মাসে বিবাহবিচ্ছেদের আগে পর্যন্ত তাঁরা ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দম্পতি ছিলেন। সেই সময়কার প্রতিবেদনে প্রায় ৪ কোটি টাকা দিয়ে মীমাংসার কথা বলা হয়েছিল, যদিও কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে এই টাকার অঙ্কটি নিশ্চিত করেনি।
advertisement
ভক্তরা চাহালের স্টোরির সময় এবং খোরপোষের টাকার পরিমাণের মধ্যে এখন ফাঁক ভরিয়ে নেন, এই হাই-প্রোফাইল ব্রেকআপকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়। অনেক সোশ্যাল মিডিয়া ইউজার মিম এবং প্রতিক্রিয়া শেয়ার করে চাহালের পোস্টটিকে বর্বর পদক্ষেপ”বলে অভিহিত করেন, আবার কেউ কেউ ক্রিকেটারকে সৌজন্য বজায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। মজার ব্যাপার হল, পোস্টটি এমন এক সময়ে প্রকাশিত হয় যখন চাহালকে প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে একটা রিলে দেখা যায়।
ক্লিপটি দ্রুত ভাইরাল হয়ে যায়। দুই খেলোয়াড়ের কমিক টাইমিং এবং সৌহার্দ্যের জন্য প্রশংসাও কুড়িয়ে নেয়। ব্যক্তিগত জীবন ঘিরে সোশ্যাল মিডিয়ার বিশৃঙ্খলা সত্ত্বেও এভাবেই চাহাল তাঁর রসবোধের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন সে মাঠে হোক, কী মাঠের বাইরে।
