IND vs AUS: মানরক্ষার ম্যাচে ভারতীয় দলে বড় বদল! বাদ পড়ছেন দুই তারকা! কারা পাচ্ছে সুযোগ? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 3rd ODI: সম্মানরক্ষার ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। প্রথম দুই ম্যাচে ভারতীয় বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণে টিম ম্যানেজমেন্ট তৃতীয় ওয়ানডেতে দলে একাধিক পরিবর্তন করতে পারে।
advertisement
1/7

প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে ভারতের। শনিবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়ার খাঁড়া গিল-রোহিত-কোহলিদের সামনে। তৃতীয় ম্যাচে মান বাঁচাতে নামবে টিম ইন্ডিয়া।
advertisement
2/7
সম্মানরক্ষার ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। প্রথম দুই ম্যাচে ভারতীয় বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণে টিম ম্যানেজমেন্ট তৃতীয় ওয়ানডেতে কুলদীপ যাদবকে একাদশে রাখার কথা ভাবতে পারে।
advertisement
3/7
কুলদীপ ২০২৫ এশিয়া কাপ ও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে উভয় সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। সিডনিতে টেস্ট ক্রিকেটে কুলদীপের একটি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
advertisement
4/7
ফলে সিডনিতে নীতিশ কুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে একজনের জায়গায় সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। রেড্ডি দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৮ রান করেন এবং তিন ওভারে ২৪ রান খরচ করেন। অন্যদিকে, সুন্দর ১২ রান করার পাশাপাশি অ্যাডিলেডে ৭ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।
advertisement
5/7
কুলদীপের পাশাপাশি পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও সিডনিতে সুযোগ পেতে পারেন। ধারণা করা হচ্ছে, তিনি হর্ষিত রানার জায়গায় দলে ফিরতে পারেন। রানাও দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নিলেও আট ওভারে ৫৯ রান দেন।
advertisement
6/7
ব্যাটিং লাইনআপে, বিরাট কোহলির দুর্বল ফর্ম সত্ত্বেও কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অনেকেই যশস্বী জয়সওয়ালকে একাদশে দেখতে চাইলেও তার খেলার সম্ভাবনা খুবই কম।
advertisement
7/7
এক ঝকে দেখে নিন তৃতীয় ওডিআইতে ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কে.এল. রাহুল (উইকেটকিপার), নিটিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।