ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ৬১তম ওভারে, যখন পন্থ বলের অবস্থা নিয়ে অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে আলোচনা করেন। বল চেঞ্জের অনুরোধ পরীক্ষা করার পর বাতিল করে দেওয়া হয়। তখন ঋষভ পন্থ বিরক্ত হয়ে বল ছুঁড়ে ফেলেন। যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ। আইসিসি এক বিবৃতিতে জানায়, “পন্থ দোষ স্বীকার করেছেন এবং আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।”
advertisement
অভিযোগ উত্থাপন করেন অন-ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি, পল রেইফেল, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহেদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস। আইসিসি জানায়, “লেভেল ১ এর লঙ্ঘনের জন্য সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।”
এদিকে, ইংল্যান্ড সফরে দারুণ শুরু করেছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে পন্থ ১৩৪ রান ও দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন। প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করে পন্থ প্রথম ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। তার আগে শুধুমাত্র জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।