পশ্চিম দিল্লির উত্তম নগর থেকে উঠে আসা এই ক্রিকেটার আজ শুধু রান মেশিন নন, বরং প্রায় ১,০০০ কোটি টাকার নেটওয়ার্থের একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর। এই অর্থ শুধু ক্রিকেট খেলা বা বিজ্ঞাপন থেকে আসেনি, এসেছে স্মার্ট বিনিয়োগের মাধ্যমে। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি, শর্টকাট নয়, নিয়ন্ত্রণ আর শৃঙ্খলাই তাঁর সাফল্যের চাবিকাঠি। এই মানসিকতাই আজ তাঁর ব্যবসায়িক সিদ্ধান্তেও দেখা যায়।
advertisement
২০১৪–১৫ সালে বিরাট জিম ও ফিটনেস সেন্টারের চেন চিজেল ফিটনেস (Chisel Fitness)-এ প্রায় ৯০ কোটি টাকা বিনিয়োগ করেন। সেই সময় ভারতে সংগঠিত জিম কালচার ছিল একেবারেই নতুন। কোহলি শুধু জিমেই নয়, বরং মানুষের লাইফস্টাইল বদলের ট্রেন্ডের ওপর বাজি ধরেছিলেন। ফিটনেস তাঁর কেরিয়ারকে নতুন দিশা দেখিয়েছিল, তাই তিনি সেক্ষেত্রেই বিনিয়োগ করেছিলেন।
WROGN ব্র্যান্ড বিরাট কোহলিকে বুঝিয়ে দিয়েছিল, শুধু মুখ দেখালে টাকা আসে, কিন্তু কোম্পানির অংশীদারিত্ব থাকলেই আসল সম্পদ তৈরি হয়। এক সময় এই ব্র্যান্ডের মূল্য প্রায় ২৫০–৩০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল। এর পর থেকেই কোহলি এন্ডোর্সমেন্টে কম এবং মালিকানার (Ownership) ওপর বেশি গুরুত্ব দিতে শুরু করেন।
স্পোর্টস ব্র্যান্ড পিউমা (Puma)-র সঙ্গে শুরু হওয়া One8 ধীরে ধীরে বিরাটের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়। আজ One8 শুধু একটি স্পোর্টস ব্র্যান্ড নয়, বরং লাইফস্টাইল দুনিয়ায় একটি সুপরিচিত নাম। এর মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে ধরা হয়। তবে ২০২৫ সালে বিরাট একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি One8 ব্র্যান্ডটি দেশীয় স্পোর্টসওয়্যার সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টস (Agilitas Sports)-এর কাছে বিক্রি করেন এবং পরে সেই একই কোম্পানিতে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে ১.৯৪ শতাংশ অংশীদারিত্ব নেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি একটি মাত্র ব্র্যান্ডের ঝুঁকি কমিয়ে পুরো স্পোর্টস কোম্পানির গ্রোথের সঙ্গে নিজেকে যুক্ত করেন।
আরও পড়ুন- ‘মেসির সঙ্গে ছবি তুলতে ৩০ লক্ষ টাকা’! শতদ্রু দত্তের অ্যাকাউন্ট ফ্রিজ করার পরেও যা জানা গেল
বিরাট Digit Insurance, Blue Tribe Foods, Hyperice, MPL, Rage Coffee-এর মতো ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। পাশাপাশি FC Goa এবং UAE Royals-এর মতো স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিতেও তাঁর অংশীদারিত্ব রয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর সব বিনিয়োগই স্বাস্থ্য, ফিটনেস, খেলাধুলা এবং যুবসমাজকেন্দ্রিক। না কোনো ক্রিপ্টো জুয়া, না ট্রেন্ডের পেছনে ছোটা।
