TRENDING:

Virat Kohli : এক হাজার কোটি টাকার সম্পত্তি! একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দেয় বিরাট কোহলির জীবন, অনেকেই এখন এমনটা করছেন

Last Updated:

Virat Kohli : ব্যবসায়ী হিসেবে কোহলির কিন্তু হাততালি প্রাপ্য। কোটি কোটি টাকার ম্যাচ ফি আর ঝলমলে বিজ্ঞাপনের গণ্ডি ছাড়িয়ে বিরাট এখন বিভিন্ন কোম্পানিতে অংশীদারিত্বের মাধ্যমে নিজের সম্পদ বাড়াচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : যখন বিরাট কোহলি মাঠে চার–ছক্কা মারেন তখন স্টেডিয়াম গর্জে ওঠে। কিন্তু খুব কম মানুষই জানেন, মাঠের বাইরে তিনি ব্যবসায়ী হিসেবেও সফল। অর্থাৎ ব্যবসায়ী হিসেবে কোহলির কিন্তু হাততালি প্রাপ্য। কোটি কোটি টাকার ম্যাচ ফি আর ঝলমলে বিজ্ঞাপনের গণ্ডি ছাড়িয়ে বিরাট এখন বিভিন্ন কোম্পানিতে অংশীদারিত্বের মাধ্যমে নিজের সম্পদ বাড়াচ্ছেন।
News18
News18
advertisement

পশ্চিম দিল্লির উত্তম নগর থেকে উঠে আসা এই ক্রিকেটার আজ শুধু রান মেশিন নন, বরং প্রায় ১,০০০ কোটি টাকার নেটওয়ার্থের একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর। এই অর্থ শুধু ক্রিকেট খেলা বা বিজ্ঞাপন থেকে আসেনি, এসেছে স্মার্ট বিনিয়োগের মাধ্যমে। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি, শর্টকাট নয়, নিয়ন্ত্রণ আর শৃঙ্খলাই তাঁর সাফল্যের চাবিকাঠি। এই মানসিকতাই আজ তাঁর ব্যবসায়িক সিদ্ধান্তেও দেখা যায়।

advertisement

২০১৪–১৫ সালে বিরাট জিম ও ফিটনেস সেন্টারের চেন চিজেল ফিটনেস (Chisel Fitness)-এ প্রায় ৯০ কোটি টাকা বিনিয়োগ করেন। সেই সময় ভারতে সংগঠিত জিম কালচার ছিল একেবারেই নতুন। কোহলি শুধু জিমেই নয়, বরং মানুষের লাইফস্টাইল বদলের ট্রেন্ডের ওপর বাজি ধরেছিলেন। ফিটনেস তাঁর কেরিয়ারকে নতুন দিশা দেখিয়েছিল, তাই তিনি সেক্ষেত্রেই বিনিয়োগ করেছিলেন।

advertisement

WROGN ব্র্যান্ড বিরাট কোহলিকে বুঝিয়ে দিয়েছিল, শুধু মুখ দেখালে টাকা আসে, কিন্তু কোম্পানির অংশীদারিত্ব থাকলেই আসল সম্পদ তৈরি হয়। এক সময় এই ব্র্যান্ডের মূল্য প্রায় ২৫০–৩০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল। এর পর থেকেই কোহলি এন্ডোর্সমেন্টে কম এবং মালিকানার (Ownership) ওপর বেশি গুরুত্ব দিতে শুরু করেন।

স্পোর্টস ব্র্যান্ড পিউমা (Puma)-র সঙ্গে শুরু হওয়া One8 ধীরে ধীরে বিরাটের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়। আজ One8 শুধু একটি স্পোর্টস ব্র্যান্ড নয়, বরং লাইফস্টাইল দুনিয়ায় একটি সুপরিচিত নাম। এর মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে ধরা হয়। তবে ২০২৫ সালে বিরাট একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি One8 ব্র্যান্ডটি দেশীয় স্পোর্টসওয়্যার সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টস (Agilitas Sports)-এর কাছে বিক্রি করেন এবং পরে সেই একই কোম্পানিতে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে ১.৯৪ শতাংশ অংশীদারিত্ব নেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি একটি মাত্র ব্র্যান্ডের ঝুঁকি কমিয়ে পুরো স্পোর্টস কোম্পানির গ্রোথের সঙ্গে নিজেকে যুক্ত করেন।

advertisement

আরও পড়ুন- ‘মেসির সঙ্গে ছবি তুলতে ৩০ লক্ষ টাকা’! শতদ্রু দত্তের অ্যাকাউন্ট ফ্রিজ করার পরেও যা জানা গেল

বিরাট Digit Insurance, Blue Tribe Foods, Hyperice, MPL, Rage Coffee-এর মতো ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। পাশাপাশি FC Goa এবং UAE Royals-এর মতো স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিতেও তাঁর অংশীদারিত্ব রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর সব বিনিয়োগই স্বাস্থ্য, ফিটনেস, খেলাধুলা এবং যুবসমাজকেন্দ্রিক। না কোনো ক্রিপ্টো জুয়া, না ট্রেন্ডের পেছনে ছোটা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : এক হাজার কোটি টাকার সম্পত্তি! একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দেয় বিরাট কোহলির জীবন, অনেকেই এখন এমনটা করছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল