TRENDING:

Rishabh Pant, Delhi capitals : ধ্বংসাত্মক মেজাজে দিল্লির নেটে বোলারদের শাসন করছেন ঋষভ পন্থ ! রইল ভিডিও

Last Updated:

Rishabh Pant in full flow during net practice for Delhi Capitals before IPL 2022. ধ্বংসাত্মক মেজাজে দিল্লির নেটে বোলারদের শাসন করছেন ঋষভ পন্থ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সাম্প্রতিক সময়ে ভারতের জার্সিতে তিনি যখন মাঠে নেমেছেন, বিপক্ষ বোলারদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন। শ্রীলংকার বিরুদ্ধে ব্যাট হাতে আগুনে মেজাজে ছিলেন ঋষভ পন্থ। টেস্ট এবং একদিনের ম্যাচে ঝড় বইয়ে দিয়েছেন। কপিল দেবের রেকর্ড ভেঙেছেন টেস্ট ক্রিকেটে ২৮ বলে অর্ধশতরান করে। কিংবদন্তি সুনীল গাভাসকার থেকে কোচ রাহুল দ্রাবিড়, এমনকি স্বয়ং সচিন তেন্ডুলকর পর্যন্ত ঋষভকে দেখে মুগ্ধ।
দিল্লির নেটে নিজের চেনা মেজাজে ঋষভ
দিল্লির নেটে নিজের চেনা মেজাজে ঋষভ
advertisement

আরও পড়ুন - Nicholas Pooran : পোলার্ড, রাসেলদের পেছনে ফেলেছেন দামে! নিজেকে অর্ধেক ভারতীয় মনে করেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার

ইরফান পাঠান তো বলেই দিয়েছেন আগামী দিনে উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড সুরক্ষিত নয়। এবার টিম ইন্ডিয়ার সংসার ছেড়ে আইপিএলের সংসারে প্রবেশের সময়। ঋষভ পন্থ আবার দিল্লির অধিনায়ক। গতবার শ্রেয়স আইয়ার চোট পাওয়ার পর তার ওপর দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। যতটুকু অধিনায়ক হিসেবে কাজ চালিয়েছেন, ইঙ্গিত পাওয়া গিয়েছে তার বুদ্ধি আছে।

advertisement

একটা সময় তো তাকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন সুনীল গাভাসকার। দিল্লি ক্যাপিটালস দলের প্রাক্টিসে নেটে দুরন্ত ছন্দে পাওয়া গেল ঋষভ পন্থকে। পেসার, স্পিনারদের বিরুদ্ধে চেনা মেজাজে বল মাঠের বাইরে পাঠালেন। কাট, পুল, ড্রাইভ, হুক, প্যাডল সুইপ বিভিন্ন রকম শট খেলতে দেখা গেল তাঁকে। দিল্লি ক্যাপিটালস দলে এবার এসেছেন ডেভিড ওয়ার্নার।

advertisement

তার অনেক কিছু প্রমাণ করার আছে। বিশেষ করে সানরাইজার্স দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া থাকবেন অস্ট্রেলিয়ান তারকা। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ আছেন এই দলে। বোলিং বিভাগে নখিয়া, এনগিদি, মুস্তাফিজুর ছাড়াও চেতন সাকারিয়া বড় ভরসা। ঋষভ পন্থ শুধু উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে নয়, এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে কেমন সিদ্ধান্ত নেন, তার ওপর নির্ভর করবে অনেক কিছু।

advertisement

কারণ ভারতীয় ক্রিকেটের কর্তারা তাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও পছন্দ করেন। ঋষভ কেমন বোলিং পরিবর্তন করেন, কেমন ফিল্ডিং সাজান, গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কিনা- সব দিকেই নজর থাকবে নির্বাচকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পন্থ নিজে অবশ্য মনে করেন তার আইডল মহেন্দ্র সিং ধোনির চাপ সামাল দেওয়ার ক্ষমতা দেখে তিনি কিছুটা হলেও শিখেছেন। তবে উইকেটের পেছনে কিপার হিসেবে পন্থ যে ব্যাপক উন্নতি করেছেন তাতে সন্দেহ নেই। এই আইপিএলটা ঋষভের হতে চলেছে মনে করেন অনেক ক্রিকেটপ্রেমীরা।

বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant, Delhi capitals : ধ্বংসাত্মক মেজাজে দিল্লির নেটে বোলারদের শাসন করছেন ঋষভ পন্থ ! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল