যেভাবে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেললেন তাতে প্রমাণ করে দিলেন তার ওপর ভরসা রেখে ভুল করেননি নির্বাচকরা। তিনি লম্বা রেসের ঘোড়া। আইপিএল খেলে নিজেকে উন্নত করেছেন আলীগড়ের ব্যাটসম্যান। তবে রিঙ্কু ম্যাচের সেরা হলেও থেমে থাকতে রাজি নয়। স্বপ্ন দেখছেন ভারতের জার্সিতে টানা সুযোগ পাবেন এবং ম্যাচ জিতাবেন।
ভারতীয় দলে তার পার্টনার ঋতুরাজ জানিয়েছেন, দলে রিঙ্কু প্রমাণ করে দিয়েছে ও কতটা ভয়ংকর হতে পারে। একজন ফিনিশার হয়ে ওঠার কোয়ালিটি ওর মধ্যে আছে আমরা জানতাম। প্রথমে কিছুক্ষণ পরিস্থিতি বুঝে নেয়, তারপর আক্রমণ করে। এটাই ওর খেলার স্টাইল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রিঙ্কুর ব্যাটিং দেখে খুশি রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ নিশ্চিত শুধু এই একটা সিরিজ নয়, রিঙ্কুকে আরও সুযোগ দেবেন নির্বাচকরা।
আর এখন দেওয়ার সেরা সময়। কারণ ফর্মে থাকার সময় একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত। রিঙ্কু বলছেন তিনি সবসময় প্রস্তুত। ভারতের জার্সিতে সুযোগ পেলেই নিজের সবকিছু উজাড় করে দেবেন। রিঙ্কু জানিয়েছেন আশা করেননি জীবনের দ্বিতীয় ম্যাচেই ম্যাচের সেরা পুরস্কার পাবেন। তিনি খুশি কিন্তু আবার এটা নিয়ে বেশি ভাবতে চান না। শুধু নিজের ফোকাস ধরে রাখতে চান খেলার ওপর।