TRENDING:

Richa Ghosh, Women World Cup : ঋদ্ধিমানের শহরের মেয়ে রিচা দেশকে আরও গর্বিত করবে বিশ্বকাপে, বলছেন বাবা

Last Updated:

Richa Ghosh of Indian women cricket team will deliver with the bat says father. চারটি ক্যাচে সন্তুষ্ট নন , মেয়ের ব্যাটে রান দেখতে চান রিচার বাবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: উইকেট রক্ষক হিসেবে ভারতের মহিলা দলে তার ক্ষমতার নিদর্শন রেখেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তিনি লম্বা রেসের ঘোড়া, তার প্রমাণ মিলেছে। আসলে খেলা রিচার রক্তে। ক্রিকেটের স্পিরিট এবং স্পোর্টসম্যান স্পিরিট সম্পর্কে তার ধারণা ছোটবেলা থেকেই। ঋদ্ধিমান সাহার শহর শিলিগুড়ি থেকেই উঠে আসা মেয়েটার। অল্প সময়ে প্রতিভার জোরে নজর কেড়ে নেন।
আরও ভাল পারফর্ম করবে রিচা, আশাবাদী বাবা
আরও ভাল পারফর্ম করবে রিচা, আশাবাদী বাবা
advertisement

আরও পড়ুন - East Bengal, ISL : ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক শেষ, মানতে রাজি নয় শ্রী সিমেন্ট! মিলছে নতুন ইঙ্গিত

মাত্র চার বছর বয়সে ক্রিকেটের সঙ্গে পরিচয় রিচার। আর পাঁচটা শিশুর মতো পাড়ায় বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলত রিচা। খেলার প্রতি মেয়ের আগ্রহ দেখে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে প্রশিক্ষণ দিতে নিয়ে যান বাবা মানবেন্দ্র ঘোষ। পেশায় ব্যবসায়ী মানবেন্দ্রর দুই মেয়ে। মানবেন্দ্র নিজেও ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলতেন। তাই মেয়ের খেলার প্রতি প্রথম থেকেই যত্ন নিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন - ATKMB vs Hyderabad FC : শিল্ড হাতছাড়া হলেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার আশা ছাড়ছেন না মোহনবাগান কোচ ফেরান্ডো

পাকিস্তানের বিরুদ্ধে চারটি ক্যাচ এবং দুরন্ত একটি স্টাম্প আউট করে খবরের শিরোনামে বাংলার মেয়ে। যদিও তার বাবা মনে করেন এখনও অনেক উন্নতি প্রয়োজন রিচার। বিশেষ করে ব্যাট হাতে রিচা পাকিস্তানের বিরুদ্ধে এক রান করে প্লেড অন হয়ে যান। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ব্যর্থ। রান করতে পারেননি। কিন্তু তার ব্যাটিং ক্ষমতা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দেখা গিয়েছিল। মানবেন্দ্র বাবু আশাবাদী পরের ম্যাচে সুযোগ পেলে নিজের ভুল শুধরে নিতে পারবে রিচা।

advertisement

কারণ এই দলে শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, রিচার ব্যাটিংয়ের ওপর অনেকটা নির্ভর করে দল। ছয় নম্বরে তিনি কিছু গুরুত্বপূর্ণ রান করার ক্ষমতা রাখেন। ফোনে জানালেন রিচা নিজেও মুখিয়ে থাকবেন রান করার জন্য। ঝুলন গোস্বামী, মিতালি রাজ, দীপ্তি শর্মাদের মত ক্রিকেটারদের থেকে সবসময় সাহায্য পান রিচা। এটা মেয়ের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে মনে করেন মানবেন্দ্র বাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই মুহূর্তে সব সময় ফোনে কথা বলা সম্ভব নয়। তিনি মেসেজ করে দেন। সময় পেলে ফোন করেন রিচা। ভারতের পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। শক্তিতে যারা পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। কি উপদেশ দেবেন মেয়েকে? বিচার বাবা বলছেন, ওকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। ও জানে কি করতে হবে। আমি শুধু ওর স্বাভাবিক ক্রিকেট দেখতে চাই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Richa Ghosh, Women World Cup : ঋদ্ধিমানের শহরের মেয়ে রিচা দেশকে আরও গর্বিত করবে বিশ্বকাপে, বলছেন বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল