আইসিসির ওয়েবসাইটে সমর্থকরাও ভোট দিয়েছেন। এই বিশ্বকাপে ৫ ম্যাচে ১৩৬ রান করেছেন রিচা। তার ব্যাটিং গড় ছিলো ৬৮। রিচা ঘোষ ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেললেও, বিশেষজ্ঞদের তৈরি একাদশে তাকে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক ওপেনিং ব্যাটার এলিসা হিলি উইকেটের পিছনে থাকছেন।
আরও পড়ুন - ইস্টবেঙ্গল বধ অতীত, এবার কলিঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের
advertisement
বিশ্বকাপে গ্রূপ পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জেমাইমা রড্রিগসের সঙ্গে তার পার্টনারশিপের জেরেই ভারত ম্যাচ জেতে। টুর্নামেন্টের সেরা একাদশের মধ্যে যারা রয়েছেন তারা হলেন - তাজমিন ব্রিটস ( দক্ষিণ আফ্রিকা ) - ৩৭ .২০ ব্যাটিং গড়ে ১৮৬ রান করেছেন, এলিসা হিলি ( উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া) - ৪৭.২৫ ব্যাটিং গড়ে ১৮৯ রান করেছেন, ৪ টি আউট করেছেন, লরা উওলভার্ডট ( দক্ষিণ আফ্রিকা ) -৪৬ এর ব্যাটিং গড়ে ২৩০ রান করেছেন, ন্যাট স্কিভার ব্রান্ট ( অধিনায়ক, ইংল্যান্ড ) - ৭২ এর ব্যাটিং গড়ে ২১৬ রান করেছেন।
এশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) - ৩৬.৬৬ ব্যাটিং গড়ে ১১০ রান করেছেন ও ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন, রিচা ঘোষ ( ভারত ) - ৬৮ এর ব্যাটিং গড়ে ১৩৬ রান করেছেন। সফি একলেস্টোন ( ইংল্যান্ড ) -৭.৫৪ বোলিং গড়ে ১১ উইকেট নিয়েছেন, করিশমা রামহারাক ( ওয়েস্ট ইন্ডিজ ) - ১০ এর বোলিং গড়ে ৫ উইকেট নিয়েছেন, শাবনিম ইসমাইল ( দক্ষিণ আফ্রিকা ) -১৬.১২ বোলিং গড়ে ৮ উইকেট নিয়েছেন।
ডার্সি ব্রাউন ( অস্ট্রেলিয়া ) - ১৫ এর বোলিং গড়ে ৭ উইকেট নিয়েছেন, মেগান স্কাট ( অস্ট্রেলিয়া ) - ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের ওরলা প্রেনডারগাস্টকে, যিনি ২৭ এর সামান্য বেশি ব্যাটিং গড়ে টুর্নামেন্টে ১০৯ রান করেছেন ও ৩ টি উইকেট নিয়েছেন।
রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে ফাইনালে ১৯ রানে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পরপর তিনবার ও ষষ্ঠবারের জন্য মহিলা টি-২০ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। অজিদের কাছেই সেমিফাইনালে হরমনপ্রীতরা ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।