কিন্তু ঝুলনের মতো ফাস্ট বোলিং করার সব গুণ রয়েছে এই হিমাচলের কন্যার মধ্যে। মেয়েদের ক্রিকেটে আইসিসির পক্ষ থেকে সেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন কয়েকদিন আগে। রেনুকার সবচেয়ে বড় গুণ নতুন বলকে দারুণ সুইং করাতে পারা। উইকেট যে রকম হোক, নতুন বলে প্রথম কয়েকটা ওভার রেনুকা বিপক্ষ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে ফেলেন।
advertisement
আরও পড়ুন - দেশের জার্সিতে নেই, অথচ আইপিএলে আছেন বুমরাহ! ভারতীয় পেসারকে ঝেড়ে গালাগালি সমর্থকদের
মেয়েদের আইপিএলে (ডাবলু পি এল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনেছে দেড় কোটি টাকা দিয়ে। সেই দলেই আছেন স্মৃতি মান্ধানা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রেনুকার কাছে জীবনের শুরুতে এই টাকাটা অনেকটাই। নিলামে যখন টিভিতে চোখ রেখেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে, তখন রেনুকাকে আরসিবি কিনে নিতেই তাকে অভিবাদন জানান স্মৃতি।
কিন্তু এই মুহূর্তে রেনুকার একমাত্র লক্ষ্য ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম করা। গত বছর টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ মিলিয়ে ২৯ ম্যাচে ৪০ উইকেট নিয়েছিলেন। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু রেনুকা নিজের সেরা খেলা দেখাতে পারেননি। আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেনুকা নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন নিঃসন্দেহে বলা যায়।
ঝুলন গোস্বামী নিজে জানিয়েছেন রেনুকার মধ্যে প্রতিভা আছে। নিজেকে ফিট রাখতে পারলে এবং ধারাবাহিকতা দেখাতে পারলে ভারতের জার্সিতে এই মেয়ে অনেক সাফল্য পাবে ভবিষ্যতে। কিংবদন্তি ঝুলন দির এমন প্রশংসা রেনুকার কাছে অনেকটা।
হিমাচলের মেয়ে জানিয়েছেন ঝুলন যখন তার এমন প্রশংসা করেন তখন দেশের হয়ে আরও ভাল করার দায়িত্ব বেড়ে যায়। মেয়েদের আইপিএল জীবন বদলে দেবে জানা কথা। কিন্তু রেনুকার কাছে টিম ইন্ডিয়ার নীল জার্সির মূল্য সবচেয়ে বেশি। টাকা দিয়ে সব কিছু বিচার করা যায় না।