দেশের জার্সিতে নেই, অথচ আইপিএলে আছেন বুমরাহ! ভারতীয় পেসারকে ঝেড়ে গালাগালি সমর্থকদের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Indian cricket supporters attack Jasprit Bumrah as he makes himself available for IPL. আইপিএলের জন্য ফিট ঘোষণা হতেই বুমরাহকে গালাগালি সমর্থকদের
মুম্বই: যত ব্যথা এবং চোট শুধু নাকি দেশের জার্সিতে খেলার সময় হয়। কিন্তু আইপিএল এলেই একেবারে ফিট হয়ে ওঠেন ক্রিকেটাররা। অতীতেও এরকম দেখা গিয়েছে। এবার জসপ্রীত বুমরাহর ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ঝেড়ে গালাগালি দিয়েছেন বুমরাহকে। দেশ নয়, টাকা আগে এই বলে সমর্থকরা আক্রমণ করেছেন পেসারকে।
জসপ্রীত বুমরাহ পিঠের চোটের কারণে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে। বেঙ্গালুরুর এনসিএতে বোলিং শুরু করেছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কার্যত নেই। প্রথমে মনে করা গিয়েছিল, বুমরাহ অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন। কিন্তু বোলিং অনুশীলন করতে গিয়ে অস্বস্তি বোধ করায় ফের এনসিএতে তাঁর রিহ্যাব শুরু হয়।
আরও পড়ুন - দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে ধোঁয়া দেখাবে কোহলির ব্যাট! বিরাট বার্তা দিলেন গাভাসকার
এরই মধ্যে নেটে তাঁর বোলিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। আশায় বুক বাঁধছেন ভক্তরা। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপ। এই পরিস্থিতিতে বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। চোট পুরোপুরিভাবে সারানোর জন্য বুমরাহকে আরও সময় দেওয়া হবে।
advertisement
advertisement
BCCI has taken the decision that Jasprit Bumrah will not play ODI series against Sri Lanka because India's important assignments Test series against Australia, WTC and World Cup. (According to Cricbuzz)
— Gaurav Singh (@GauravS20880650) January 10, 2023
যদিও বিসিসিআই সূত্রে দাবি করা হয়েছে, বুমরাহ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ফুল-ইনটেনসিটি প্র্যাকটিস সারছেন। অর্থাৎ পুরোদমেই অনুশীলন শুরু করেছেন। এর আগে একবার বুমরাহকে আক্রমণ করার জবাবে এক সমর্থককে পাল্টা দিয়েছিলেন তার স্ত্রী সঞ্জনা গনেশন। কিন্তু এখন আর সেই জায়গায় নেই ব্যাপারটা।
advertisement
বুমরাহ নিজে বুঝতে পারছেন দীর্ঘদিন না খেলার কারণে সমর্থকদের সমালোচনা এবং গালাগালি তাকে হজম করতে হবে সেটা হয়তো অস্বাভাবিক নয়। এদিকে বুমরাহর অনুপস্থিতিতে সিনিয়র পেসার শামির সঙ্গে যেভাবে নিজেকে উন্নত করেছেন সিরাজ তার প্রশংসা শোনা যাচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের মুখে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 1:58 PM IST