দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে ধোঁয়া দেখাবে কোহলির ব্যাট! বিরাট বার্তা দিলেন গাভাসকার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Virat Kohli is going to score big runs in second test believes Sunil Gavaskar. এবার ঘরের মাঠ দিল্লিতে খেলবেন কোহলি, অস্ট্রেলিয়াকে সাবধান করে দিলেন গাভাসকার
#নয়াদিল্লি: হাতে রয়েছে তিনটে দিন সময়। তারপর শুক্রবার থেকে শুরু হয়ে যাবে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এবার খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সুনীল গাভাসকার মনে করেন দিল্লিতে নিজের শহরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রাজকীয় কামব্যাক করবেন বিরাট কোহলি। সানি দেখতে পাচ্ছেন কোহলি সেঞ্চুরি করছেন দিল্লিতে।
প্রায় সাড়ে তিন বছর হল টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি নেই বিরাটের। কলকাতার ইডেনে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি করেছিলেন কোহলি। অবশ্য ২০২২ সেপ্টেম্বরের পর থেকে সাদা বলের ক্রিকেটে চারটে সেঞ্চুরি হয়ে গিয়েছে কোহলির। কিন্তু টেস্টে দীর্ঘদিন তিন সংখ্যার রান পাচ্ছেন না কিং কোহলি।
আরও পড়ুন - ভারতের মেয়েদের এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রবল, বলছেন রবি শাস্ত্রী
তবে দিল্লির মাঠেই আজ থেকে কয়েক বছর আগে শ্রীলংকার বিরুদ্ধে টেস্টের ডবল সেঞ্চুরি করেন বিরাট। আসলে এই মাঠেই খেলে তিনি বড় হয়েছেন। ফলে দিল্লির পিচ এবং উইকেট সম্পর্কে কোহলি অনেক বেশি ওয়াকিবহাল। বিরাট নাগপুর টেস্টে মাত্র বারো রান করে মারফির বলে আউট হয়ে গিয়েছিলেন। সেটাও দৃষ্টিকটু ভাবে লেগ সাইডে ক্যাচ দিয়ে।
advertisement
advertisement
Sunil Gavaskar said - "I feel the Virat Kohli's Test century comeback can be a possibility on his home ground in Delhi in 2nd Test match".
— Virat Kohli FanTeam (@ViratFanTeam) February 13, 2023
তাই দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করতে মরিয়া থাকবেন কোহলি একথা বলাই যায়। তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ বড় ব্যবধানে জিততে হলে রান পেতেই হবে কোহলিকে। এটা নিজেও জানেন তিনি। আর ঘরের মাঠের থেকে ভাল জায়গা আর কি হতে পারে? সানি নিশ্চিত বিরাট যদি দিল্লিতে একটু ধৈর্য ধরে থাকতে পারেন তার জন্য নিশ্চিত সেঞ্চুরি অপেক্ষা করছে।
advertisement
শুধু নিজেকে একটু উইকেটে সময় দিতে হবে তাকে। কোহলির রান না পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিত শর্মাকে। তিনি সাংবাদিকদের বলেন আপনারা একটু চুপ করুন। দেখবেন যেভাবে বিরাট সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি করেছে এবার টেস্ট ক্রিকেটেও সেটা করে দেখাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 12:59 PM IST