কিন্তু শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা যে ঐতিহাসিক লড়াকু ইনিংসটা খেলল, তা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় থেকে যাবে। পাহাড় প্রমাণ রানের চাপ সামলে ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র করে নৈতিক জয় হল ভারতের।
চতুর্থ দিনেই প্রায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ব্যাট করে বুঝিয়ে দিয়েছিল পরিস্থিতি যাই হোক, পিচে যতই অসমান বাউন্স থাকুক, ইংরেজ পেসাররা যতই বাউন্সার করুক, এই টেস্টে সহজে হাল ছেড়ে দেবে না ভারত।
advertisement
শেষ দিনে কেএল রাহুল অল্পের জন্য নিজের শতরান মিস করেন। ৯০ রানে আউট হন তিনি। কিন্তু শুভমান গিল নিজের সেঞ্চুরি পূরণ করেন। বিশ্বে প্রথম হিসেবে গিল অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট সিরিজে ৪টি সেঞ্চুরি করেন। ১০৩ রান করে আউট হন গিল।
গিল ও রাহুল আউট হওয়ার পর কিছুটা চিন্তা বাড়লেও তা দূর করে দেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ঠান্ডা মাথায় ব্যাট করে ভারতের হয়ে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন ভারতের দুই অলরাউন্ডার।
ম্যাঞ্চেস্টারে ঐতিহাসিক ইনিংস খেলে সেঞ্চুরি করে নিজেদের শতরান পূরণ করেন জাদেজা ও গিল। ১০৭ রানে জাদেজা ও ১০১ রানে ওয়াশিংটন সুন্দপ অপরাজিত থাকেন। ২০৩ রানের রেকর্ড পার্টনারশিপ করেন দুজনে।
আরও পড়ুনঃ Shubman Gill: ক্রিকেট ইতিহাসে কারও নেই এই বিশ্বরেকর্ড! যা ম্যাঞ্চেস্টারে করে দেখালেন গিল
সুন্দরের সেঞ্চুরি হতেই খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় দুই দল। ড্র-তে শেষ হল ম্যাঞ্চেস্টার টেস্ট। ৪২৫ রানে ৪ উইকেটে থামে ভারত। কার্যত হারা ম্যাচ ড্র করে সিরিজ বাঁচিয়ে রাখল ভারত। ওভারে ভারতের সামনে সুযোগ থাকবে সিরিজ ড্র করার।