TRENDING:

Ravichandran Ashwin Muralitharan record : ফিট থাকলে নাকি মুরলীর ৮০০ উইকেটের নজির ভাঙতে পারেন অশ্বিন!

Last Updated:

Ravichandran Ashwin can challenge Muttiah Muralitharan 800 wickets. ফিট থাকলে মুরলির ৮০০ উইকেটের কীর্তি ভেঙে দেবেন অশ্বিন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফিট থাকলে নাকি মুরলির কীর্তি ভেঙে দেবেন অশ্বিন !
ফিট থাকলে নাকি মুরলির কীর্তি ভেঙে দেবেন অশ্বিন !
advertisement

আরও পড়ুন - Messi Paris cold weather: প্রচন্ড ঠান্ডা প্যারিসে, মাঠে নেমেই কাহিল হয়ে যাচ্ছেন মেসি! বলছেন সুয়ারেজ

কিন্তু এতকিছু করার পরেও যদি ম্যাচ জেতা না যায়, তাহলে সে ব্যক্তিগত কীর্তি একটু হলেও রং হারায়। আর সেটাই হয়েছে মুম্বই টেস্টে। আর হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের কল্যাণে। ইনিংসে হয়তো আজাজের মতো দশ উইকেট পাননি, কিন্তু দুই ইনিংস মিলিয়ে আট উইকেট ঠিকই নিয়েছেন। আর তাতেই নিশ্চিত হয়েছে, আজাজের নিউজিল্যান্ড নয়, জয়ের হাসি হাসছে অশ্বিনের ভারতই।

advertisement

ওই আট উইকেট অশ্বিনকে এনে দিয়েছে সিরিজসেরার সম্মান। এনে দিয়েছে একগাদা রেকর্ডও। এতটাই দুর্দান্ত খেলছেন যে অনেকের মতে মুথাইয়া মুরলিধরনের ৮০০ উইকেটের (800 test wickets) রেকর্ডটাও অচিরেই ভেঙে দেবেন এই ডানহাতি স্পিনার। সঞ্জয় বাঙ্গার আছেন এই দলে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচের মতে, অশ্বিন যে গতিতে এগোচ্ছেন, সেভাবে আরও কয়েকটা বছর টেস্ট খেললেই মুরলিকে হটিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন।

advertisement

আরও পড়ুন - Ajaz Patel team India signed Jersey : ভারতীয় দলের থেকে বিশেষ উপহার পেলেন ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া আজাজ প্যাটেল

৪২৭ উইকেট (427 Test wickets) নিয়ে বর্তমানে এই তালিকার ১২ নম্বরে আছেন অশ্বিন। উল্লেখ্য কপিল দেবের রয়েছে ৪৩৪ টেস্ট উইকেট (Kapil Dev 434 Test Wickets)। সেক্ষেত্রে কপিলকে পেছনে ফেলতে গেলে আর ৮ উইকেট প্রয়োজন অশ্বিনের। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে শুধু দুই ইংলিশ সতীর্থ জেমস অ্যান্ডারসন (৬৩২) আর স্টুয়ার্ট ব্রডই (৫২৪) আছেন অশ্বিনের ওপরে।

advertisement

বয়স হয়ে গেছে ৩৫, কিন্তু অশ্বিনের বয়সটাকে তেমন বাধা হিসেবে দেখছেন না বাঙ্গার। আরও কয়েক বছর ফিট থেকে খেলতে পারলেই পাওয়া যাবে মোক্ষধাম, বাঙ্গারের মতামত এমনই। মুরলির উইকেটের রেকর্ড অশ্বিন স্পর্শ করতে পারবেন কিনা সময় বলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

কিন্তু একটা রেকর্ড তিনি ভেঙে দেবেন সেটা নিশ্চিত। মুরলি মোট ১১ বার সিরিজের সেরা হয়েছেন। অশ্বিন ইতিমধ্যে ৯ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকায় তিনি যদি খেলেন তাহলে উইকেট তোলার ব্যাপারে পেছনে ফেলতে পারেন কিংবদন্তি কপিল দেব এবং স্যার রিচার্ড হ্যাডলিকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ravichandran Ashwin Muralitharan record : ফিট থাকলে নাকি মুরলীর ৮০০ উইকেটের নজির ভাঙতে পারেন অশ্বিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল