২ মে ধর্মতলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠান। ইতিমধ্যে অনুষ্ঠানে আমন্ত্রিতদের কার্ড পৌঁছে গিয়েছে। অতিথিদের তালিকা বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা নাম হয়েছে বলে খবর। সূত্রের খবর, রবি শাস্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছে অরুণ লালকে। এবং অনুষ্ঠানের দিন বিকেলে কলকাতায় আসবেন বলে জানিয়েছেন। আরও কয়েকজন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।
advertisement
আরও পড়ুন-প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৬৬ বছরের অরুণ লাল
রঞ্জি ট্রফি জয়ী দলের সতীর্থর বিয়ের অনুষ্ঠানে সৌরভ যোগ দিতে পারেন বলেই খবর। মনোজ তিওয়ারি সহ বেশ কয়েকজন ক্রিকেটার অনুষ্ঠানে থাকবেন বলে খবর। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ কয়েকজন কর্তার উপস্থিত থাকার কথা। বাংলা দলের সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।
প্রশ্ন উঠেছে প্রথম স্ত্রী থাকা সত্বেও কেন দ্বিতীয় বিয়ে? লালজীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অরুণ লাল। প্রথম স্ত্রী লালজীর সঙ্গেই থাকেন। তবে তাঁদের মধ্যে আইন মেনে বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স হয়ে গিয়েছে। তাঁদের যথেষ্ট সুসম্পর্ক। আসলে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুল। বেশ কয়েকবার তাঁকে বাড়িতে দেখতেও তিনি গিয়েছেন বলে খবর।
সূত্রের খবর, মাসখানেক আগে অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা। বছর দুয়েক আগে রঞ্জি ফাইনালে বাংলা দলের কোচ অরুণ লালের সঙ্গে সৌরাষ্ট্রে গিয়েছিলেন বুলবুল। এবার সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে। এই সম্পর্ক নিয়ে কখনোই লুকোছাপা করেননি লালজী।