দল ব্যর্থ হতেই আবার সৌরভকে আক্রমণ করেছেন রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন সৌরভের হয়তো ভাবনা ছিল ডাগ আউট বসে থেকে কাজটা খুব সহজ। কিন্তু সেটা ঠিক নয়। বরং সৌরভের উচিত কমেন্ট্রি বক্সে ফিরে যাওয়া। এবারের আইপিএলে টানা পাঁচ ম্যাচে হেরেছে দলটি। আগামী বৃহস্পতিবার দিল্লি খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।
সেই ম্যাচ জিততে না পারলে আধ ডজন ম্যাচ হেরে ২০২৩ আইপিএলে প্লে অফের দৌড় থেকে প্রথম দল হিসেবে ছিটকে যাবেন ডেভিড ওয়ার্নাররা। যাকে বলে শিয়রে সংক্রান্তি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র দিল্লির পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া চলছে। দিল্লির টানা ব্যর্থতায় সবথেকে বেশি আঙুল উঠছে কোচ ও সাপোর্টিং স্টাফদের দিকে।
বর্তমানে দিল্লির কোচিং স্টাফের তালিকায় রয়েছেন মোট সাতজন। ক্রিকেট ইতিহাসের ওজনদার নাম সব। কিন্তু পরপর দুটো মরসুমে দলের খারাপ পারফরম্যান্সের পর কোচিং স্টাফদের কলেবর পাল্টে ফেলতে চাইছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। পঞ্জাবের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচের আগেই নাকি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দিল্লি।
হেড কোচ রিকি পন্টিংয়ের চাকরিও নাকি বিপন্ন!দিল্লির কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়, হেড কোচ রিকি পন্টিং, জেমস হোপস, অজিত আগারকর, প্রবীণ আমরে, এবং বিজু জর্জ। এতবড় কোচিং স্টাফ সত্ত্বেও এখনও ঝুলিতে জয় অধরা।