এই তরুণ আফগান স্পিনার শেষ ম্যাচ দুর্দান্ত বল করে তিন উইকেট তুলেছেন। চায়না ম্যান বোলার বেশ নজর টানছেন। দেখতেও সুন্দর। রশিদ খান নুর আহমেদকে দেখিয়ে বললেন এই হচ্ছে আমাদের নতুন হিরো। ওকে বলিউডে নামাতে হবে। পাঠান সিনেমার সেকেন্ড পার্ট এলে ও নায়ক হবে। আমি দেখছি শাহরুখ খানের সঙ্গে কথা বলা যায় কিনা।
advertisement
কিন্তু পাশে বসা নুর আহমেদ হিন্দি এক বিন্দু বোঝে না। তাই রশিদ খান কি বললেন বুঝতে পারেননি আফগান স্পিনার। তবে পুরো ব্যাপারটাই আসলে মজা। এই তরুণ তুর্কিকে গাইড করে চলেছেন রশিদ খান। তিনি তার মেন্টর। আগেই রশিদ জানিয়েছেন কিভাবে উঠে এসেছে নুর। তাই আইপিএলের ঝাঁ চকচকে দুনিয়া দেখে যাতে এই তরুণ বোলার নিজের পায়ের তলার মাটি হারিয়ে না ফেলেন সেটাই দেখছেন অভিজ্ঞ আফগান তারকা।
আর সারা পৃথিবীর মতোই শাহরুখ খান আফগানিস্তানেও দারুণ জনপ্রিয়। তাই তার সিনেমা মিস করেন না রশিদ। এবার খেলা সেই শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে। কলকাতার স্পিন সহায়ক উইকেট হলে রশিদ এবং নুর যে কেকেআর ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ জানাবে তাতে সন্দেহ নেই।