ভারতীয় শুটিং বল দলে সুযোগ পাওয়ার পর থেকে বাংলার রনিতাকে নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছিল। শুরু থেকে রনিতার উপর দারুণ আশা-ভরসা জেগেছিল। অবশেষে সেই স্বপ্নই সফল হল। প্রথমবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিং বল বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড ভারত-সহ মোট ১১টি দেশ অংশগ্রহণ করে। প্রথম শুটিং বল বিশ্বকাপে অংশগ্রহণে সমস্ত দেশের খেলোয়াড়রা দারুণ উৎসাহিত ছিল। প্রতিটি খেলা ছিল উত্তেজনা পূর্ণ, বিশ্বকাপ জয় করতে সমস্ত দেশের খেলোয়াড়রা ছিল মরিয়া। তবে এই বিশ্বকাপ ভারতীয় খেলোয়াড়দের কাছে ছিল একটু আলাদা অনুভূতি।
advertisement
নিজেদের দেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ, সেই দিক থেকে ভারতীয় খেলোয়াড়দের কাপ জিতে নেওয়ার নেশাটা ছিল প্রবল। আর শেষমেষ আপ্রাণ চেষ্টার পর, শেষ হাসি দেখা যায় ভারতীয় দলের মহিলা সদস্যদের মুখে। বিশ্বজয় করে ঘরে ফিরল রনিতা সরদার এবং তাঁর প্রশিক্ষক অনিমেষ নস্কর।
রাকেশ মাইতি