Ind vs Sa Eden Test: ইডেন টেস্টে ভারতের প্রথম একাদশ দেখে নিন, দুই ক্রিকেটার ভারতের মাটিতে একসঙ্গে খেলবেন এই প্রথম, বড় চমক
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Ind vs Sa Eden Test: এখনও পর্যন্ত যা খবর, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অলরাউন্ডার নীতিশের জায়গায় খেলানো হবে ধ্রুব জুরেলকে। তবে উইকেটকিপিং করবেন ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসেবে তিনজনকে খেলানো হচ্ছে।
advertisement
1/6

ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে পরপর দুই ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন ধ্রুব জুরেল। আর তাতেই কি সিনিয়র দলে তাঁর ভাগ্যের শিঁকে ছিঁড়ল! ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি তাঁকে দেখা যেতে পারে ভারতের প্রথম একাদশে!
advertisement
2/6
এখনও পর্যন্ত যা খবর, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অলরাউন্ডার নীতিশের জায়গায় খেলানো হবে তাঁকে। তবে উইকেটকিপিং করবেন ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসেবে তিনজনকে খেলানো হচ্ছে। এই কারণে কুলদীপ নেই। অক্ষর ওয়াশিংটন, জাডেজা তিনজনই ব্যাট করতে পারেন।
advertisement
3/6
ধ্রুব জুরেল ও ঋষভ পন্থ একসঙ্গে পারথে টেস্ট খেলেছিলেন। ভারতের মাটিতে এই প্রথম একই ম্যাচে একসঙ্গে দেখা যাবে তাঁদের দুজনকে। ফলে ইডেন টেস্ট আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। ওদিকে, রাজকোটে ভারতীয় এ বনাম দক্ষিণ আফ্রিকা A দলের একদিনের ম্যাচ খেলার জন্য ইডেন থেকে চলে গেলেন নীতিশ কুমার রেড্ডি।
advertisement
4/6
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে দুজনকে একসঙ্গে খেলানো হতে পারে, ইঙ্গিত দিলেন ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে। দুশখাতে বলেছেন, 'কম্বিনেশন কী হবে সেটা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। গত ৬ মাসে ধ্রুব যেরকম খেলেছে, গত সপ্তাহে বেঙ্গালুরুতে দুশো করেছে, ওর খেলা নিশ্চিত।
advertisement
5/6
তিনি আরও বলেন, আমি একটু আগে যা বলেছিলাম, ওয়াশি, অক্ষর ও জাড্ডুকে নিয়ে সেটাই করা যায়। ওদের খেলানো মানে তিনজন ব্যাটারকেও খেলানো। ওরা থাকলে আমাদের শক্তি বাড়ে। যদি ধ্রুব ও ঋষভকে এই টেস্টে একসঙ্গে খেলতে না দেখি তবে বেশ অবাক হব।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।