TRENDING:

Arjun Tendulkar: অর্জুন তেন্ডুলকরকে ছাড়ছে মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলে এবার অন্য দলে সচিন-পুত্র, কোন দলের জার্সি গায়ে তুলবেন!

Last Updated:
Arjun Tendulkar : অর্জুন তেন্ডুলকর আইপিএলের উনিশতম মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বদলে অন্য কোনও দলের হয়ে খেলতে পারেন! মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে খেলোয়াড়দের বিনিময় নিয়ে আলোচনা চলছে বলে খবর।
advertisement
1/6
অর্জুন তেন্ডুলকরকে ছাড়ছে মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলে এবার অন্য দলে সচিন-পুত্র
অর্জুন তেন্ডুলকর আইপিএলের উনিশতম মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বদলে অন্য কোনও দলের হয়ে খেলতে পারেন! মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে খেলোয়াড়দের বিনিময় নিয়ে আলোচনা চলছে বলে খবর। এমআই অর্জুন তেন্ডুলকরের বিনিময়ে শার্দুল ঠাকুর পেতে চায় বলেও জল্পনা।
advertisement
2/6
অন্যদিকে, রবীন্দ্র জাডেজা এবং সঞ্জু স্যামসনের মধ্যে ট্রেডের কথাও শোনা যাচ্ছে। এটি এই মরশুমের দ্বিতীয় সবচেয়ে বড় ট্রেড হতে পারে। এই ট্রেড চুক্তি একটু ভিন্নধর্মী। উভয় খেলোয়াড়ের ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে স্বাধীনভাবে আদান-প্রদান হতে পারে। সরাসরি বলতে গেলে, এটিকে “অল ক্যাশ ট্রান্সফার” বলা যেতে পারে।
advertisement
3/6
ক্রিকবাজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, “লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে শার্দুল ঠাকুর এবং অর্জুন তেন্ডুলকরকে ট্রেড করার আলোচনা চলছে। আইপিএল ট্রেড নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের এক্সচেঞ্জের আনুষ্ঠানিক ঘোষণা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে করতে হয়। সেই কারণে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
advertisement
4/6
ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের অধিনায়ক শার্দুল ঠাকুর ২০২৫ আইপিএল মেগা নিলামে জেদ্দায় আনসোল্ড ছিলেন। পরে লখনউ সুপার জায়ান্টস (LSG) বেস প্রাইসে টাকায় তাঁকে নেয়। ঠাকুর LSG-এর হয়ে ১০টি ম্যাচ খেলেছেন, মাত্র ১৮ রান করেছিলেন।
advertisement
5/6
অর্জুন তেন্ডুলকর গত দুই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অংশ। নিলামে তাঁকে ২০ লাখ টাকার বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্স নেয়। যদিও গত সিজনে তিনি কোনও ম্যাচ খেলেননি, কিন্তু দুই সংস্করণে তিনি চারটি ম্যাচ খেলেছেন, আইপিএলের ম্যাচে ১৩ রান করেছেন এবং ৩ উইকেট নিয়েছেন তিনি।
advertisement
6/6
দুবছর আগে অর্জুন তেন্ডুলকর ঘরোয়া ক্রিকেটে মুম্বই থেকে গোয়ায় চলে গিয়েছিলেন। তখন থেকে ২১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল—উভয় ক্ষেত্রেই মুম্বইয়ের তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত লাইনআপে প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়া অর্জুন তেন্ডুলকরের জন্য সবসময়ই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
বাংলা খবর/ছবি/খেলা/
Arjun Tendulkar: অর্জুন তেন্ডুলকরকে ছাড়ছে মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলে এবার অন্য দলে সচিন-পুত্র, কোন দলের জার্সি গায়ে তুলবেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল