কাগিসো রাবাডা, আনরিখ নখিয়াকে সবাই চেনেন। আইপিএলে দুজনেই সফল ফাস্ট বোলার। যেমন গতি, তেমন বাউন্স।তবে চোটের জন্য ছিটকে গেলেন নখিয়া। তিনটি টেস্টে নেই তিনি। কিন্তু বিরাট কোহলিদের জন্য সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন দুয়ান্নে অলিভার। শেষবার টেস্ট ক্রিকেট খেলেছিলেন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
advertisement
তারপর থেকে এই প্রথম আবার ডাক পেলেন জাতীয় দলে। ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টি দলে নিয়মিত খেলেন। নতুন বলে সুইং করানোর পাশাপাশি, পুরনো বলে রিভার্স সুইং আদায় করার ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকায় এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত।
দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে দলের খেলোয়াড়দের কার্যকরী অনুশীলন ও অনুশীলনে তীব্রতা বাড়ানোর জন্য নির্দেশ দিলেন কোচ রাহুল দ্রাবিড়। এই জন্য সেঞ্চুরিয়নে দ্বিতীয়দিন অনুশীলনপর্বে কঠিন পরিবেশে অনুশীলন করলেন ভারতের ব্যাটাররা।
আগামী ২৬ শে ডিসেম্বর সেঞ্চুরিয়নে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। অনুশীলন চলার সময় দেখা গিয়েছে রাহুল দ্রাবিড় নেটের পেছন দিকে দাঁড়িয়ে বিরাট, কে এল রাহুল, পন্থ, পূজারাদের ভুল ধরিয়ে দিচ্ছেন। পায়ের মুভমেন্ট কখন কী করতে হবে হাতে ধরে দেখাচ্ছেন। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছেও চ্যালেঞ্জটা সহজ নয়। শামি, বুমরাহ, সিরাজ, উমেশদের গতি এবং বাউন্স সামলানো কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এলগার, ডি কক,মার্করামদের কাছে।