আসলে মাঝরাস্তায় অটো চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। সেই ভিডিও-ই ছড়িয়ে পড়েছে মঙ্গলবার সন্ধ্যায়। আসলে বেঙ্গালুরুর কানিংহাম রোডে রাহুল দ্রাবিড়ের গাড়ির সঙ্গে অটোটির মুখোমুখি ধাক্কা লাগে। যদিও এই দুর্ঘটনায় কেউই আহত হননি।
আরও পড়ুন– ‘উনি ৬৪ হাজার স্টেপ দিনে হাঁটেন…!’ মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় মুকেশ আম্বানি
advertisement
আর সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা হু-হু করে ছড়িয়ে পড়ে। এমনকী ভিডিওটি ব্যাপক ভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর রাহুল দ্রাবিড় এবং অটোচালকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। দু’জনের মধ্যে তর্কাতর্কি দেখে ওই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। মূলত বাকবিতণ্ডাতেই বিষয়টা আটকেছিল। তবে দুপক্ষের মধ্যে হাতাহাতির পর্যায়ে এই বাকবিতণ্ডা পৌঁছে যায়নি।
ঠিক কী কারণে রাস্তায় নেমে এসে ঝামেলায় জড়িয়ে পড়তে হল প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকাকে? আসলে উল্টোদিক থেকে ছুটে আসা একটি মালবাহী অটো রিকশা ধাক্কা মেরেছিল রাহুল দ্রাবিড়ের গাড়িতে। আর মুখোমুখি সংঘর্ষের জেরে গাড়ির কী অবস্থা হয়েছে, সেটা দেখার জন্য গাড়ি থেকে নেমে এসেছিলেন দুজনেই। এরপর বাকবিতণ্ডা শুরু হলেও দু’জনেই বিষয়টাকে বেশি দূর পর্যন্ত গড়াতে দেননি। বরং ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে শুরু করেন রাহুল দ্রাবিড় এবং ওই অটোচালক। আর সবথেকে বড় বিষয় হল, দুপক্ষের কেউই এই বিষয়ে অফিসিয়াল ভাবে কোনও অভিযোগ করেননি।
এমনিতে বাইশ গজের ময়দানে রাহুল দ্রাবিড়কে বরাবরই শান্ত এবং স্থিতধী অবতারে দেখা যেত। যে কোনও পরিস্থিতি তিনি ঠান্ডা মাথায় সামলাতে পারেন। আর সাম্প্রতিক এই ঘটনার ভিডিও আরও একবার স্মরণ করিয়ে দিল ক্রিকেটের ময়দানের সেই চিরচেনা রাহুল দ্রাবিড়কে। আর এ-ও প্রমাণ করল যে, মাঠের বাইরেও কতটা শৃঙ্খলা মেনে চলেন তিনি।
এদিকে আবার ক্রেড-এর বিজ্ঞাপনে মজাচ্ছলে বেশ ফুরফুরে ভাবেই রাহুল দ্রাবিড় নিজেকে ‘ইন্দিরানগর কা গুণ্ডা’ বলে দাবি করতে দেখা গিয়েছে। সেখানে এই বেঙ্গালুরুর রাস্তায় ঘটে যাওয়া ওই ঘটনা কিন্তু মজাদার বিজ্ঞাপনটির তুলনায় একেবারেই আলাদা।