Mukesh Ambani in BGBS 2025: ‘উনি ৬৪ হাজার স্টেপ দিনে হাঁটেন...!’ মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় মুকেশ আম্বানি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বাংলায় আগের তুলনায় বিনিয়োগ দ্বিগুণ করার ঘোষণা করলেন মুকেশ আম্বানি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি প্রতিদিন কতটা পথ পায়ে হাঁটেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
আবীর ঘোষাল, কলকাতা: বাংলার সঙ্গে তাঁদের সম্পর্ক নেহাত ব্যবসায়িক নয়। এই সম্পর্ক আবেগের এবং অনুভূতির। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে এমনই মন্তব্য করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বাংলায় আগের তুলনায় বিনিয়োগ দ্বিগুণ করার ঘোষণা করলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি প্রতিদিন কতটা পথ পায়ে হাঁটেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করলেন মুকেশ আম্বানি।
বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে নিজের বক্তব্য শুরু করার পরে মুকেশ আম্বানি বলেন, ‘‘মমতা দিদি আমাকে বলেছেন উনি ৬৪ হাজার স্টেপ হাঁটেন। আমি আর সজ্জন ভাবছিলাম, বাহ, ভাল তো! সপ্তাহে ৬৪ হাজার স্টেপ! মমতা দিদি বললেন, না, দিনে ৬৪ হাজার স্টেপ!’’
advertisement
advertisement
#BGBS2025 is a catalyst for Bengal’s economic future.
Strengthening ties, forging partnerships, driving collaborations, all with one goal: putting Bengal at the forefront of global business.
With Smt. @MamataOfficial extending a warm welcome, the stage is set for limitless… pic.twitter.com/M2woGT6YUH
— All India Trinamool Congress (@AITCofficial) February 5, 2025
advertisement
মুকেশ আম্বানি এদিন বলেন, ‘‘মা কালীর কাছে আমি প্রার্থনা করি। এই বাংলার পুণ্যভূমিতে সকলকে প্রণাম জানাই। বাংলা নবজাগরণের ভূমি। এখন বাংলা অর্থনীতির নবজাগরণ ভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সকলেই এই বাংলার পুণ্যভূমির সন্তান। আমি ২০১৬ সাল থেকে আসছি। প্রতি বছর আমি ভাবি এই সামিট আলাদা কি হবে? আর এসে সামিট দেখে আমি অবাক হয়ে যাই। আমি দেশের পশ্চিম প্রান্তে থাকি। যা ব্যবসার জায়গা। কিন্তু দ্রুত সেটার অবস্থা বদল হচ্ছে। বাংলা মানে মমতা দিদি, মমতা দিদি মানে বাংলার ব্যবসা। মমতা মানে সকলের পাশে থাকা। আর দিদি সকলের পাশেই থাকে। মায়ের মুখ হল স্বর্গ সুখ। বাংলায় সেই মায়ের চেহারা আমি দেখি। আপনার নেতৃত্বে বাংলা যথাযথ এগিয়ে যাচ্ছে। বাংলায় বিনিয়োগ করার এখন দারুণ সময়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 5:18 PM IST