শিক্ষক ‘গরুর উপর রচনা লেখো’ বলেছিলেন, ছাত্র বোর্ডে ‘গরু’ লেখার পর যা করল, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে

Last Updated:

Funny Answer Of Student Goes Viral: “গরুর উপর রচনা লেখো”। এই কথা বললে আপনি কী বুঝবেন? যে গরুর রচনা লিখতে হবে, তাই তো? কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়। সে অন্য কিছুও বুঝতে পারে। আর সেটা এমন কিছু যা কল্পনাও করা যায় না।

‘গরুর উপর রচনা লেখো’ (Credit- Instagram/@memecentral.teb)
‘গরুর উপর রচনা লেখো’ (Credit- Instagram/@memecentral.teb)
Funny Answer Of Student Goes Viral: “গরুর উপর রচনা লেখো”। এই কথা বললে আপনি কী বুঝবেন? যে গরুর রচনা লিখতে হবে, তাই তো? কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়। সে অন্য কিছুও বুঝতে পারে। আর সেটা এমন কিছু যা কল্পনাও করা যায় না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ক্লাসরুমের ভিডিও ভাইরাল হয়েছে। পুরনো ভিডিও। নতুন করে ভাইরাল। এক ছাত্র ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে। পরনে লাল সোয়েটার। হাতে চক। মুখে হাসি। পড়ুয়ার নাম আদর্শ। শিক্ষক তাকে বলছেন, ‘‘আদর্শ, তোমাকে আজ গরুর উপর রচনা লিখতে হবে।” ছাত্র হাসি মুখে ঘাড় নাড়ল। সে পারবে। চোখেমুখে আত্মবিশ্বাস। শিক্ষক বললেন, “তাহলে লেখো।” ছাত্র ব্ল্যাকবোর্ডে লিখল, ‘গরু’। তারপর আর চক এগোয় না। শিক্ষক তাড়া লাগালেন, “কী হল? গরুর উপর রচনা লেখো।” ছাত্র কী বুঝল সেই জানে। গরুর ঠিক উপরে লিখে দিল “রচনা”। তারপর হাসি হাসি মুখে তাকাল শিক্ষকের দিকে। ভাবটা এমন, দেখেলন তো, আমি গরুর উপর কেমন রচনা লিখতে পারি।
advertisement
advertisement
এটুকুই ভিডিও। ছাত্রের উত্তর দেখে শিক্ষকের কী অবস্থা হল তা আর জানা যায়নি। তবে তিনি যে রীতিমতো চমকে উঠেছেন তা সহজেই অনুমেয়। ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের। তাঁরা বলছেন, “ছাত্র রকস, শিক্ষক শকড।”
advertisement
কথায় বলে, ছোটরা মন থেকে সৎ হয়। তারা সোজাসাপটা। কোদালকে কোদাল বলতে পারে। অত ঘোরপ্যাঁচ তারা বোঝে না। “গরুর উপর রচনা” লিখতে বলাতেই যত বিপত্তি। কচি মন বুঝেছে, প্রথমে “গরু” লিখতে হবে, তার উপর লিখতে হবে “রচনা”। তাকে যে আদতে গরুর রচনা লিখতে বলা হয়েছে, সেটা আর বোধগম্য হয়নি। অত তলিয়ে ভাবার ক্ষমতাও কী তার হয়েছে?
advertisement
advertisement
ইনস্টাগ্রামের @memecentral.teb নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। ক্যাপশনে লেখা, “মাথা খাটিয়ে কাজ করুন, বেশি খাটতে হবে না।” এখনও পর্যন্ত কয়েক হাজার লাইক হয়েছে ভিডিওটিতে। শেয়ার আর কমেন্টের বন্যা।
advertisement
এক ইউজার কমেন্টে লিখেছেন, “সোজা কথা সোজা ভাবে, কোনও ঘোরপ্যাঁচ নেই।” আরেকজন লিখেছেন, “স্মার্ট কিড”। আরেক ইউজার খুদে পড়ুয়ার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, “অন্তত রচনা বানানটা তো ঠিক লিখেছে, আমি তো ওই বয়সে ওটাও জানতাম না।” এমন উত্তর লেখার জন্য তার আইকিউ লেভেল নিয়েও চর্চা চলছে। একজন লিখেছেন, “বাচ্চার আইকিউ লেভেল ৯৯৯৯৯। এর কম হতেই পারে না।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শিক্ষক ‘গরুর উপর রচনা লেখো’ বলেছিলেন, ছাত্র বোর্ডে ‘গরু’ লেখার পর যা করল, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement