ফরাসি ওপেনে সেমিফাইনালে হারের পর পুরনো পায়ের চোটের জেরে উইম্বলডনের পাশাপাশি সরে যেতে হয়েছে অলিম্পিক্স এবং যুক্তরাষ্ট্রে ওপেন থেকেও। এবার করোনায় আক্রান্ত হওয়ার জেরে দুঃস্বপ্নের মতো বছরের শেষটাও খারাপ ভাবেই হচ্ছে বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকার। ট্যুইটারে নাদাল লিখেছেন, 'আমি সকলকে জানাতে চাই যে, আবু ধাবিতে টুর্নামেন্ট খেলে দেশের ফেরার পর স্পেনে করা পিসিআর টেস্টে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।'
advertisement
আরও পড়ুন: করোনা আক্রান্ত করিনা ঘরবন্দি, তৈমুরের জন্মদিন উপলক্ষে দারুণ সারপ্রাইজ দিলেন!
আরও পড়ুন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে স্বপ্নের চাকরির সুযোগ, জানুন বিশদ
আবু ধাবিতে প্রদর্শনী টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নাদাল। সারা বছর কোর্টের বাইরে থাকার পর, মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়ান ওপেনের আগে ভালো প্রস্তুতি ছিল তাঁর কাছে। গত অগস্টের পর গত শুক্রবার মাঠে নেমেছিলেন নাদাল। যদিও আবু ধাবিতে বিশ্বের প্রাক্তন এক নম্বর অ্যান্ডি মারের কাছে হেরে যান নাদাল। শনিবার নাদালকে হারিয়ে দেন উইম্বলডনের সেমিফাইনালে ওঠা কানাডার খেলোয়াড় ডেনিস শাপোভালভ। এর পর দেশে ফিরতেই করোনায় কাবু নাদাল।
এই ঘটনার আগে কুয়েত এং আবু ধাবুতে প্রতিবার টেস্টে নাদালের রিপোর্ট নেগেটিভ আসে। এমনকী শুক্রবারও তাঁর যে টেস্ট করা হয়, তাতেও কিছু ধরা পড়েনি বলেই দাবি নাদালের। বর্তমানে তাঁর শারীরিক দিক থেকে কিছুটা অস্বস্তি হলেও তিনি দ্রুতই কোর্টে ফেরার বিষয়ে আশাবাদী। তিনি পোস্টে আরও লিখেছেন, 'বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমায় গোটা ক্যালেন্ডারটা নিয়েই ভাবনাচিন্তা করতে হবে। আমি নিজের শারীরিক উন্নতির ওপর নির্ভর করেই গোটা বিষটা বিশ্লেষণ করব। আমি ভবিষ্যতে কোন কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করব, সেই বিষয়ে আমি আপনাদের পরে জানাব।'