TRENDING:

ডেভিস কাপ খেলতে ভারতে আসছেন নাদাল

Last Updated:

আসন্ন ভারত-স্পেন ডেভিস কাপ খেলতে এদেশে আসছেন রাফায়েল নাদাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ : সাম্প্রতিক কালে তাঁর ফর্ম অনেকাংশেই পড়ে গিয়েছে ৷  শীর্ষস্থান অনেক আগেই হারিয়েছেন ৷ চোট-আঘাতই তার পিছনে বড় কারণ ৷ যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর ছিটকে যাওয়াটা হতাশই করেছিল বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা কোটি কোটি ফ্যানদের ৷ কিন্তু ভারতীয় টেনিস প্রেমীদের জন্য হঠাৎই এক সুখবর বয়ে নিয়ে এসেছে ৷ সেটা হল আসন্ন ভারত-স্পেন ডেভিস কাপ খেলতে এদেশে আসছেন রাফায়েল নাদাল ৷
advertisement

মঙ্গলবার ইউএস ওপেন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় তাঁর ডেভিস কাপ খেলার কথা ঘোষণা করে স্প্যানিশ টেনিস ফেডারেশন ৷ আগামী ১৬-১৮ সেপ্টেম্বর দিল্লির আর.কে খন্না স্টেডিয়ামেই বসবে ভারত-স্পেন ডেভিস কাপের আসর ৷ সেখানে বোপান্না-লিয়েন্ডারদের বিপক্ষে খেলতে দেখা যাবে নাদালকে ৷ গত বছরই আইপিটিএল খেলতে ভারতে এসেছিলেন নাদাল ৷ কিন্তু এই প্রথমবার দেশের হয়ে খেলতে এদেশে আসছেন স্প্যানিশ মহাতারকা ৷

advertisement

নাদাল ছাড়া স্পেনের তারকাখচিত ডেভিস কাপ টিমে সিঙ্গলসের জন্য রয়েছেন ডেভিড ফেরার। যিনি এই মুহূর্তে বিশ্বের ১৩ নম্বর। ডাবলসে রয়েছেন ফেলিসিয়ানো লোপেজ আর মার্ক লোপেজ। ডাবলস টিম হিসেবে যাঁদের বিশ্ব র‌্যাঙ্কিং ৫।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

স্পেনের বিরুদ্ধে খেলবেন ভারতের দুই সিঙ্গলস প্লেয়ার সাকেত মিনেনি ও রামকুমার রামনাথন ৷ অন্যদিকে ভারতের ডাবলস জুটি রোহন বোপান্না ও লিয়েন্ডার পেজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ডেভিস কাপ খেলতে ভারতে আসছেন নাদাল