মঙ্গলবার ইউএস ওপেন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় তাঁর ডেভিস কাপ খেলার কথা ঘোষণা করে স্প্যানিশ টেনিস ফেডারেশন ৷ আগামী ১৬-১৮ সেপ্টেম্বর দিল্লির আর.কে খন্না স্টেডিয়ামেই বসবে ভারত-স্পেন ডেভিস কাপের আসর ৷ সেখানে বোপান্না-লিয়েন্ডারদের বিপক্ষে খেলতে দেখা যাবে নাদালকে ৷ গত বছরই আইপিটিএল খেলতে ভারতে এসেছিলেন নাদাল ৷ কিন্তু এই প্রথমবার দেশের হয়ে খেলতে এদেশে আসছেন স্প্যানিশ মহাতারকা ৷
advertisement
নাদাল ছাড়া স্পেনের তারকাখচিত ডেভিস কাপ টিমে সিঙ্গলসের জন্য রয়েছেন ডেভিড ফেরার। যিনি এই মুহূর্তে বিশ্বের ১৩ নম্বর। ডাবলসে রয়েছেন ফেলিসিয়ানো লোপেজ আর মার্ক লোপেজ। ডাবলস টিম হিসেবে যাঁদের বিশ্ব র্যাঙ্কিং ৫।
স্পেনের বিরুদ্ধে খেলবেন ভারতের দুই সিঙ্গলস প্লেয়ার সাকেত মিনেনি ও রামকুমার রামনাথন ৷ অন্যদিকে ভারতের ডাবলস জুটি রোহন বোপান্না ও লিয়েন্ডার পেজ ৷