তবে ভারতে ব্যাডমিন্টনের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী পিভি সিন্ধু। সংবাদমাধ্যমে তিনি জানালেন, ভারতে ব্যাডমিন্টনের ভবিষ্যৎ সত্যিই খুব উজ্জ্বল। অনেক প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে নিজেদের ছাপ ফেলেছে। সাইনা নেহওয়াল ও আমার পর ব্যাডমিন্টনে অনেকদিন ধরে তেমনভাবে খেলোয়াড়দের উঠে আসতে দেখা যায়নি।
advertisement
কিন্তু এখন পরিস্থিতি অনেক ভাল। সরকার ও ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া তরুণ শাটলারদের বিভিন্ন রকমভাবে সহায়তা করছে। সরকার ও এসোসিয়েশনের এই সমর্থনই আগামীদিনে ইতিবাচক ফল দেবে। সাম্প্রতিক অতীতে লক্ষ্য সেন, এইচ এস সারাথ, শ্রীকান্ত কিদাম্বি, ঋতুপর্ণা দাসরা বিভিন্ন টুর্নামেন্টে ভালো প্রদর্শন করেছেন। আগামী দিনে এদের থেকেও এশিয়াড, কমনওয়েলথ গেমস ও অলিম্পিকে পদকের আশা করছে ব্যাডমিন্টন এসোসিয়েশনের কর্তারা।
সম্প্রতি ২০২১ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন লক্ষ্য। ২০১৮ এর এশিয়ান জুনিয়ার চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পান এই প্রতিভাবান শাটলার। অন্যদিকে, অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রীকান্ত কিদাম্বি ২০২১ এর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো পেয়ে নজির তৈরি করেন। জাতীয় স্তরে বিভিন্ন টুর্নামেন্টে সোনা জিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন মালবিকা বানসোদ।
বাংলার মেয়ে ২৫ বছরের ঋতুপর্ণা দাসও বেশ কয়েকটি বিডাব্লুএফ টুর্নামেন্ট জিতে সকলের নজর কেড়েছেন। তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে সিন্ধুর বার্তা কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। কোনো খেলোয়াড় ধারাবাহিকভাবে ভালো প্রদর্শন করলে, ক্রমতালিকাতে সে উপরে উঠে আসবে। তার উন্নতি হবে। আগামী দিনে আরো সিন্ধু, গোপীচাঁদদের পাওয়ার আশায় ভারত।