TRENDING:

PSG Messi salary : মেসির জন্য চাকরি হারাচ্ছেন পিএসজির পাঁচ ফুটবলার! বিস্তর সমালোচনা চারিদিকে

Last Updated:

Messi huge salary forces PSG to release few players. মেসিকে রাখতে কিছু ফুটবলারকে ছেড়ে দেবে পিএসজি, একজন সুপারস্টার বলে বাকিদের আর্থিকভাবে ভুগতে হবে, সেটা অনেকেই মানতে পারছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেসিকে রাখতে কিছু ফুটবলারকে ছেড়ে দেবে পিএসজি
মেসিকে রাখতে কিছু ফুটবলারকে ছেড়ে দেবে পিএসজি
advertisement

আরও পড়ুন - IND vs SA Test: দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের পায়ের নড়াচড়া নিয়ে টিপস দ্রাবিড়ের

এছাড়াও আগে থেকেই তাদের দলে আছে নেইমার, এম্বাপ্পে, ডি মারিয়ার মতন নামী ফুটবলার। তাদের জন্যও অনেক অর্থ খরচ করতে হয় প্যারিস সেন্ট জার্মানকে। নতুন মরশুমের আগে নিজেদের খরচের হিসেব ঠিক করতে তাই আসন্ন জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কিছু খেলোয়াড় ছাড়তে চলেছে তারা। রিয়াল মাদ্রিদ আগেই অবশ্য ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এম্বাপ্পেকে নেওয়ার জন্য প্রচুর অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে প্যারিস সেন্ট জার্মানকে। তারকা এই ফুটবলার নিজেও যেতে চান রিয়াল মাদ্রিদে।

advertisement

আরও পড়ুন - ATK MB beat North East: নতুন ম্যানেজার ফেরান্ডোর স্পর্শে জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান

পরের মরশুমের জন্য তাকে নিয়েই দল গঠন করেছে প্যারিস দল। অবশ্যই দলে থাকবেন নেইমার এবং মেসি। তাদের প্রচুর অঙ্কের মাইনে দেওয়ার জন্যই কিছু খেলোয়াড় ছাড়ার পদক্ষেপ নিতে চলেছে প্যারিস কতৃপক্ষ। তাদেরকে আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই হয়তো ছাড়া হতে পারে।বিশিষ্ট সূত্রে উঠে এসেছে ৫জন খেলোয়াড়ের নাম। তারা হলেন কুর্জয়া, প্যারেডেস, রাফিনা, ড্রেক্সলার এবং ইকার্ডি। এদের মধ্যে দুজন মেসির দেশ আর্জেন্টিনার ফুটবলার।

advertisement

প্যারেডেস খুব বেশি সুযোগ পান না মাঠে নামার।বর্তমানে তিনি আবার চোট আক্রান্ত।তাই আগামী মাসেই তাকে ছেড়ে দেবে ক্লাব।অলিম্পিক লিয়ন তাকে নিয়ে আগ্রহী। রাফিনা গতবছরই প্যারিস দলে যোগ দিলেও মাঠে নেমে খেলার সুযোগ সেভাবে পাননি।প্রথমত চোটের কারণে তাকে নেওয়া হয়নি দলে। দ্বিতীয়ত তার থেকেও ভাল খেলোয়ার দলের সাথে যুক্ত আছে। তাই তাকে ছেড়ে মুনাফা লাভ করায় এখন লক্ষ্য প্যারিসের।

advertisement

জার্মান ফুটবলার ড্রেক্সলার আগে প্যারিস দলের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও এখন আর নন।২০১৬ সালে তিনি যোগ দেন প্যারিস দলে।শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকেও ছেড়ে দেবে প্যারিস। আরেক আর্জেন্টাইন ফুটবলার তথা স্ট্রাইকার ইকার্ডিকে ছাড়তে চলেছে ক্লাব।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তার বদলে তরুণ প্রতিভাবান ফুটবলারের খোঁজে আছে প্যারিস দল। কিন্তু এই খবর জানাজানি হওয়ার পর মেসি-ভক্তদের প্রবল সমালোচনা সহ্য করতে হচ্ছে। বাকি ফুটবলাররা অন্য ক্লাবে হয়তো যুক্ত হবেন। কিন্তু মাইনে কমতে পারে তাদের। একজন সুপারস্টার বলে বাকিদের আর্থিকভাবে ভুগতে হবে, সেটা অনেকেই মানতে পারছেন না। কিন্তু এটাই কঠিন বাস্তব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
PSG Messi salary : মেসির জন্য চাকরি হারাচ্ছেন পিএসজির পাঁচ ফুটবলার! বিস্তর সমালোচনা চারিদিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল