TRENDING:

India-Pakistan cricket: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

Last Updated:

India-Pakistan cricket: ফের যুদ্ধের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ২২ গজের যুদ্ধে এ বার আর ক্রিকেট ম্যাচ নয়, অন্য লড়াই। লড়াই পিএসএল বনাম আইপিএল, পিসিবি বনাম বিসিসিআই।   

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের যুদ্ধের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ২২ গজের যুদ্ধে এ বার আর ক্রিকেট ম্যাচ নয়, অন্য লড়াই। লড়াই পিএসএল বনাম আইপিএল, পিসিবি বনাম বিসিসিআই।
advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট লিগের জন্য তারা যে প্রস্তাব দিয়েছে তাতে একই সময়ে হতে পারে আইপিএল এবং পিএসএল। পিসিএল সাধারণত অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে। কিন্তু আগামী বছর এই প্রতিযোগিতা পিছিয়ে হতে পারে এপ্রিল-মে মাসে, যেই সময়ে অনুষ্ঠিত হয় আইপিএল।

advertisement

আরও পড়ুন: বিরাট ঝামেলা! কোহলি-গাভাসকরের লেগে গেল! মুখে যা এল, তাই বলে দিলেন সানি!

২০২৪ সালে পিএসএল অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু ২০২৫ সালে এই সময়ে অনুষ্ঠিত হতে পারে আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি, তাই সেই সময়ে পিএসএলের আয়োজন করা যাবে না। এ বার চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। তাই এপ্রিল মাসের ৭ তারিখ থেকে ২০ মে পর্যন্ত পিএসএল আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

পাকিস্তানের ক্রিকেট লিগে ৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু তাই নয়, পিসিবির জন্য এই লিগ অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম। কিন্তু একই সময়ে আইপিএল এবং পিএসএল অনুষ্ঠিত হলে সম্মুখ সমরে জড়াতে পারে দুই দেশের বোর্ড। সেক্ষেত্রে কোন লিগ সফল হবে সেটাই প্রশ্ন।

বাংলা খবর/ খবর/খেলা/
India-Pakistan cricket: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল