TRENDING:

Bengaluru Stampede News: চিন্নাস্বামীর ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা সহ ৩ জন, চাপে আইপিএল চ্যাম্পিয়নরা

Last Updated:

Bengaluru Stampede News: বেঙ্গালুরুতে আরসিবির আইপিএল জয়ের উদযাপন এক ভয়াবহ মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে। ঘটনায় কড়া পদক্ষেপ করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরুতে আরসিবির আইপিএল জয়ের উদযাপন এক ভয়াবহ মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত বিজয় মিছিল দেখতে জড়ো হয় প্রায় আড়াই লক্ষ মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পদস্পৃষ্টের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, আহত হন আরও শতাধিক।
News18
News18
advertisement

এই ঘটনার জেরে বেঙ্গালুরু পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান ও ব্যবসায়িক অংশীদারিত্ব প্রধান নিখিল সোসালে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইগামী বিমানে ওঠার আগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে নিখিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন পরিকল্পনা ও জননিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে।

নিখিল সোসালে আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ সদস্য। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি দলের বিপণন, রাজস্ব ও ব্র্যান্ড কৌশলের নেতৃত্ব দেন। আরসিবি-কে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলায় তার বড় ভূমিকা রয়েছে। বিজয় মালিয়ার সময় থেকে তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। এর আগে ডিয়াজিও, ফর্মুলা ১ এবং ভারতীয় ফুটবলেও কাজ করেছেন।

advertisement

নিখিল ছাড়াও আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা না গেলেও, পুলিশ সূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কয়েকজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ১০৫, ১১৫, ১১৮, ১৯০, ১৩২, ১২৫(১২) ও ১২১-এর অধীনে মামলা নথিভুক্ত করেছে।

advertisement

আরও পড়ুনঃ Gautam Gambhir: ‘আমি সবসময় বিরুদ্ধে…’, কোহলি-পাতিদারদের আরসিবিকে ‘একহাত’ নিলেন গম্ভীর! বলে দিলেন বড় কথা

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

আরসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং প্রশাসনিক ও বিচারিক কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengaluru Stampede News: চিন্নাস্বামীর ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা সহ ৩ জন, চাপে আইপিএল চ্যাম্পিয়নরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল