এই ঘটনার জেরে বেঙ্গালুরু পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান ও ব্যবসায়িক অংশীদারিত্ব প্রধান নিখিল সোসালে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইগামী বিমানে ওঠার আগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে নিখিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন পরিকল্পনা ও জননিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে।
নিখিল সোসালে আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ সদস্য। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি দলের বিপণন, রাজস্ব ও ব্র্যান্ড কৌশলের নেতৃত্ব দেন। আরসিবি-কে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলায় তার বড় ভূমিকা রয়েছে। বিজয় মালিয়ার সময় থেকে তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। এর আগে ডিয়াজিও, ফর্মুলা ১ এবং ভারতীয় ফুটবলেও কাজ করেছেন।
advertisement
নিখিল ছাড়াও আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা না গেলেও, পুলিশ সূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কয়েকজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ১০৫, ১১৫, ১১৮, ১৯০, ১৩২, ১২৫(১২) ও ১২১-এর অধীনে মামলা নথিভুক্ত করেছে।
আরসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং প্রশাসনিক ও বিচারিক কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।