Gautam Gambhir: 'আমি সবসময় বিরুদ্ধে...', কোহলি-পাতিদারদের আরসিবিকে 'একহাত' নিলেন গম্ভীর! বলে দিলেন বড় কথা

Last Updated:

Gautam Gambhir On Bengaluru Stampede Case: চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

News18
News18
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। বিরাট কোহলি, রজত পাতিদারদের দলকে কার্যত এক হাত নিলেন গৌতি। ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গম্ভীর। একইসঙ্গে তিনি যে সবসময় বিজয় মিছিলের পক্ষে নয়, সেই কথাও জানান।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বৃহস্পতিবার মুম্বইতে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীর। সেখানে চিন্নাস্বামীর ঘটনা নিয়ে গম্ভীর নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “এই ধরণের রোড শো করার কী প্রয়োজন? দলটি জয়লাভ করেছে, সেটিই উদযাপন করার জন্য যথেষ্ট। যদি সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকে, তবে এমন অনুষ্ঠান একেবারেই আয়োজন করা উচিত নয়।”
advertisement
বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরসিবির আইপিএল জয়ের আনন্দ ভাগ করে নিতে প্রায় আড়াই লক্ষ ভক্ত সেখানে ভিড় করেন, যদিও অনুষ্ঠানটি ছিল টিকিট-নির্ভর এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আয়োজনে। অতিরিক্ত ভিড়ের কারণে তৈরি হয় বিশৃঙ্খলা এবং ঘটে প্রাণঘাতী ঘটনা।নিহতদের মধ্যে রয়েছেন ১৩ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুবতীরা। হাসপাতালে ভর্তি অসংখ্য।
advertisement
advertisement
এই ইস্যুতে গৌতম গম্ভীর আরও বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম রোড শো করার দরকার নেই। আমি যখন খেলতাম, তখনও এটাই ভাবতাম। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পরও একই কথা বলেছিলাম—আমাদের রোড শো করা উচিত নয়। মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও আমি এই অবস্থানেই থাকব। যখন আমরা নিরাপদ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি না, তখন এমন উদযাপন আমাদের করা উচিত নয়।”
advertisement
গম্ভীর ফ্যানেদেরও উদযাপন করার পদ্ধতি পুনর্বিবেচনার আহ্বান জানান। আয়োজকদের প্রতি আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে এই ধরনের রোড শো আয়োজনের সময় আমাদের আরও সতর্ক হতে হবে। আমরা ঘরের ভিতরে (ইন্ডোর) এই ধরণের উদযাপনের কথা ভাবতে পারি। আমাদের এটা করা উচিত হয়নি। ভক্তরা আবেগপ্রবণ হন, তাদের উচ্ছ্বাস স্বাভাবিক, কিন্তু কোনও কিছুই মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। ১১ জন প্রাণ হারিয়েছেন—এটা মেনে নেওয়া যায় না। আমার মতে, রোড শোটি একেবারেই হওয়া উচিত ছিল না।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir: 'আমি সবসময় বিরুদ্ধে...', কোহলি-পাতিদারদের আরসিবিকে 'একহাত' নিলেন গম্ভীর! বলে দিলেন বড় কথা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement