TRENDING:

দারুন ক্রিকেট বোঝেন? বলুন তো, পারফিউম বল কাকে বলে? না জানলে বড় মিস

Last Updated:

Cricket: আপনি কি দারুন ক্রিকেট বোঝেন? তা হলে বলুন তো, পারফিউম বল কী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপনি কি দারুন ক্রিকেট বোঝেন বলে দাবি করেন? বন্ধুমহলে আপনার ক্রিকেট মস্তিষ্কের যথেষ্ট কদর রয়েছে? তা হলে বলুন তো দেখি, ক্রিকেটে পারফিউম বল কাকে বলে?
advertisement

মাথা চুলকোতে হচ্ছে তো? ভাবছেন, এ আবার কেমন বল! এই নাম তো কখনও শোনেননি! আসলে ব্যাপারটা খুব একটা কঠিন কিছু নয়।  ক্রিকেটে অনেক নিয়ম রয়েছে। একের পর এক শট, ডেলিভারির নাম রয়েছে আলাদা আলাদা। এটাও তেমনই।

আরও পড়ুন- শূন্যে শরীর ছুড়ে দিয়ে লাফ, হার মানবে বাজপাখিও! ভাইরাল সিরাজের অবিশ্বাস্য ক্যাচ

advertisement

ওয়াইড বল, নো বল, বাউন্সার এর নাম নিশ্চয়ই শুনেছেন। কিন্তু পারফিউম বলের কথা শুনেছেন কখনও? যদি উত্তর না হয় তা হলে আজ আমরা আপনাকে সেই ডেলিভারি সম্পর্কে বলতে চলেছি। পারফিউম বল ক্রিকেটের একটি শব্দ।

পারফিউম বল মানে আসলে বাউন্সার। এখন আপনি বলবেন, একে তো বাউন্সার বলা হয়। কিন্তু আপনাকে বলে রাখা দরকার, বাউন্সার হলেও এই বলের এমন নামকরণ হওয়ার পিছনে আলাদা কারণ রয়েছে। আসলে বাউন্সার আর পারফিউম বলের মধ্যে ছোট্ট তফাত রয়েছে।

advertisement

বাউন্সার ব্যাটারের মুখের কতটা কাছ দিয়ে গেল, সেটা এখানে আসল। মজা করে বলা হয়, বল যদি এতটাই কাছ দিয়ে যায়, যাতে ব্যাটার তার গন্ধ শুঁকতে পারেন, তা হলে সেটাই পারফিউম বল।

আরও পড়ুন- ৫ উইকেটের সঙ্গে ৬ রেকর্ড অশ্বিনের ঝুলিতে, দলে ফিরে পারফরম্যান্সেই দিলেন জবাব

আসলে বলের উপর এক ধরণের পেইন্ট থাকে। তার সুগন্ধ থাকে। গত কয়েক বছরে ক্রিকেটে বাউন্সারের প্রবণতা খুব দ্রুত বেড়েছে। পাকিস্তানি, ইংলিশ, অস্ট্রেলিয়ান বোলাররা বাউন্সারের ব্যবহার বেশি করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রাণ দিলেন দেশের জন্য! ঘরে ফিরলেন জওয়ান
আরও দেখুন

কোনো ব্যাটার সচরাচর পারফিউম বলের মুখোমুখি হতে চাইবেন না। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার ফিলিপ হিউজ ঘাড়ে আঘাত পেয়ে মাঠেই মারা যান। ঘরোয়া ম্যাচে শন অ্যাবট নামের এক বোলার তাঁকে বাউন্সার দিয়েছিলেন। বল গিয়ে লাগে হিউজেসের ঘাড়ে।

বাংলা খবর/ খবর/খেলা/
দারুন ক্রিকেট বোঝেন? বলুন তো, পারফিউম বল কাকে বলে? না জানলে বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল