ম্যাচে টস জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিণদের দাপুটে বোলিং পারফরম্যান্সের সামনে সেভাবে লড়াই দিতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে বাংলা টাইগার্সরা। একটা সময় মনে হচ্ছিল যখন বাংলাদেশের স্কোর ১৬০ থেকে ১৭০-এ পৌছে যাবে তখন স্লগ ওভারে হ্যাটট্রিক করে শাকিবদের রানের গতি স্লথ করে দেন কামিন্স।
advertisement
ম্যাচে ১৮ তম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। সেই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি উইকেট নেন অজি স্পিড স্টার। প্যাট কামিন্সের শিকার হন বাংলাদেশের মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান। এর পর ২০তম ওভারের প্রথম বলেই তুলে নেন তোহিদ হৃদয়ের উইকেট। গত ওভারে শেষ দুই বল ও তারপরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্যাট কামিন্স।
আরও পড়ুনঃ India vs Afghanistan: আফগানদের উড়িয়ে সুপার এইটে দুরন্ত শুরু টিম ইন্ডিয়ার, ৪৭ রানের বড় জয়
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল।