TRENDING:

T20 World Cup 2024: এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্যাট কামিন্সের, তালিকায় মোট সাত জন

Last Updated:

Pat Cummins: টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন প্যাট কামিন্স। এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন প্যাট কামিন্স। এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কামিন্সকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর সুপার এইটে মাঠে নেমেই আগুন ঝড়ানো বোলিং করলেন তিনি।
advertisement

ম্যাচে টস জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিণদের দাপুটে বোলিং পারফরম্যান্সের সামনে সেভাবে লড়াই দিতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে বাংলা টাইগার্সরা। একটা সময় মনে হচ্ছিল যখন বাংলাদেশের স্কোর ১৬০ থেকে ১৭০-এ পৌছে যাবে তখন স্লগ ওভারে হ্যাটট্রিক করে শাকিবদের রানের গতি স্লথ করে দেন কামিন্স।

advertisement

ম্যাচে ১৮ তম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। সেই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি উইকেট নেন অজি স্পিড স্টার। প্যাট কামিন্সের শিকার হন বাংলাদেশের মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান। এর পর ২০তম ওভারের প্রথম বলেই তুলে নেন তোহিদ হৃদয়ের উইকেট। গত ওভারে শেষ দুই বল ও তারপরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্যাট কামিন্স।

advertisement

আরও পড়ুনঃ India vs Afghanistan: আফগানদের উড়িয়ে সুপার এইটে দুরন্ত শুরু টিম ইন্ডিয়ার, ৪৭ রানের বড় জয়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্যাট কামিন্সের, তালিকায় মোট সাত জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল