প্যাট কামিন্সকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে ৷ প্রায় দু’বছর ধরে সহ-অধিনায়কের দায়িত্ব সামলানোর পর এবার অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্যাপ্টেন আইপিএলে কেকেআরে খেলে যাওয়া কামিন্স ৷
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর টিম পেন অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। আপাতত ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তাই আর কোনও বিকল্প ছিল না ৷ প্যাট কামিন্সের হাতেই দলের অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হল ৷
advertisement
আরও পড়ুন-‘বেলঘড়িয়া টু মুম্বই’ সাইকেলে চেপে দুঃসাহসিক অভিযান ‘ক্যারমম্যান’ দেবর ও অগ্নির
কামিন্সের বড় পরীক্ষা হতে চলেছে আসন্ন অ্যাসেজ সিরিজ ৷ অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক জানিয়েছেন, সামনেই গুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আশা করব, গত কয়েক বছরে টিম (পেন) যে ধরনের নেতৃত্ব আমাদের দিতে পেরেছে, আমিও সেটা দিতে পারব। এই দলে আমি, স্টিভ (স্মিথ)-সহ আরও অনেক সিনিয়র ক্রিকেটার আছে। অনেক তরুণ প্রতিভাও আছে। অধিনায়কের দায়িত্ব পাওয়াটা অপ্রত্যাশিত সুযোগ। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ৷