TRENDING:

Bangladesh vs Pakistan: বাংলাদেশের মাটিতে পাকিস্তান দলের National Flag উত্তোলন, বাবর আজম সহ ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের

Last Updated:

Bangladesh vs Pakistan: ঢাকায় পাকিস্তান দলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এই তালিকায় বাবর আজম (Babar Azam) সহ ২১ জন ক্রিকেটারের নামে দায়ের করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলাদেশের মাটিতে  অনুশীলনের সময় পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন (Pakistan Team Hoisting National Flag) ঘিরে জোর উত্তেজনা৷ বাংলাদেশ বনাম পাকিস্তান (Bangladesh vs Pakistan) ম্যাচের অনুশীলনের দরুণ বাবর আজমের  (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) মীরপুরে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেছিল৷
Bangladesh vs Pakistan: lawsuit filed against babar azam lead 21 member pakistan team for hoisting national flag
Bangladesh vs Pakistan: lawsuit filed against babar azam lead 21 member pakistan team for hoisting national flag
advertisement

এই ঘটনা নিয়ে গণ্ডগোল হওয়ার পরেই পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) অনুশীলনের সময় নিজেদের জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি চায়৷ এখন জানা যাচ্ছে এই ঘটনায় চাঞ্চল্যকর মোড় তৈরি হয়েছে৷ ঢাকায় পাকিস্তান দলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এই তালিকায় বাবর আজম (Babar Azam) সহ ২১ জন ক্রিকেটারের নামে দায়ের করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন - Job Vacancy: West Bengal Police-এ নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা, কী ভাবে করবেন সবকিছু, জানুন স্টেপ

পাকিস্তান ক্রিকেটার দলের (Pakistan Cricket Team) ক্রিকেটাররা অনুশীলনের দরুণ নিজেদের দেশের জাতীয় পতাকা উত্তোলন (Pakistan Team Hoisting National Flag) তখন করেছে যখন বাংলাদেশ  (Bangladesh) নিজেদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে- তাই এটাকে রাজনৈতিক একটা চাল হিসেবে দেখছে বাংলাদেশবাসী৷

advertisement

আরও পড়ুন - Lifestyle Tips: বিয়ের দিন সেরার সেরা দেখাতে চান, এই সহজ Beauty Tips মানলেই কামাল

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের নিয়ম অনুযায়ি জাতীয় পতাকা ওড়ানো হয় দুই দলেরই৷ কিন্তু বিসিবি এই নিয়মে ২০১৪ সাল থেকে প্রতিবন্ধকতা জারি করেছে৷ বিসিবি অন্য কোনও দেশের জাতীয় পতাকা নিজেদের মাটিতে ওড়ানোর অনুমতি দেয় না৷ কিন্তু এই নিয়ে প্রচুর সমালোচনা হওয়ায় তাঁরা সিদ্ধান্ত ফিরিয়ে নেয়৷

advertisement

পাকিস্তান নিজেদের জাতীয় পতাকা বাংলাদেশের মাটিতে (Pakistan Team Hoisting National Flag) অনুশীলনের সময় উত্তোলন করায় সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, সমালোচনা শুরু হয়েছে৷ নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন ঠিক কী কারণে অনুশীলনের সময় অন্য দেশের মাটিতে নিজেদের পতাকা উত্তোলন করল পাকিস্তান৷

এই সময় পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বদিজী জানান পাকিস্তান ক্রিকেট দল দীর্ঘদিন ধরেই অনুশীনের সময় জাতীয় পতাকা উত্তোলন করে৷ এটা শাকলেন মুস্তাকের সময় থেকে হয়ে আসছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

পাকিস্তানের ক্রিকেট দলের (Pakistan Cricket Team) মিডিয়া ম্যানেজার স্পোর্টসস্টারে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এটা আমাদের জন্য কোনও কথা নয়, শাকলেন মুস্তাক দে আসার পর থেকেই এটা হয়৷ এটা কোচিং দর্শনের অংশ৷ তাঁর মতে জাতীয় পতাকা প্রেরণার কাজ করে৷ ’’

বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh vs Pakistan: বাংলাদেশের মাটিতে পাকিস্তান দলের National Flag উত্তোলন, বাবর আজম সহ ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল