এশিয়া কাপে ম্যাচ হেরেই ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতিমধ্যে জয় শাহর আইসিসি- কাছে চিঠি দিয়েছে পিসিবি। ভারতীয় দলকে এই ম্যাচে পাইক্রফ্ট টেনে খেলিয়েছেন বলে দাবি করল পিসিবি।
আম্পায়ারকে এশিয়া কাপের দায়িত্ব থেকে এখনই সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে পিসিবির তরফে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে হেরেছে সলমান আগার দল। মাঠের লড়াই পারেনি। ফলে ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা শুরু করেছে। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
advertisement
আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচ শেষে মাঠে যে কাণ্ড ঘটল! তা এর আগে কখনও দেখা যায়নি
ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ আম্পায়ার অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি জানিয়েছে তারা। ম্যাচ শেষে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর সিদ্ধান্তকে ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট এবং এমসিসির আইন লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে পিসিবি। তবে এসব ব্যাপার নিয়ে টিম ইন্ডিয়া ও বিসিসিআই তেমন ভাবছে না।
ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে ডাগআউটে জয় উদযাপন করেন। পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু সেই সুযোগ আর আসেনি। প্রতিবাদস্বরূপ পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগা ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি।
পিসিবি তাদের পাঠানো চিঠিতে এমসিসির নিয়মের উল্লেখ করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, তিনি ম্যাচ রেফারির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।