তিলক বর্মা প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এশিয়া কাপ ২০২৫-এ জাতীয় দলের হয়ে খেলছেন। তার পরিবর্তে তরুণ ব্যাটার রজত পাতিদার প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন। আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনায় আসা প্রিয়াংশ আর্যও প্রথম ম্যাচের দলে সুযোগ পেয়েছেন। তিনি দিল্লির উদীয়মান প্রতিভা এবং পঞ্জাব কিংসের হয়ে নজরকাড়া ব্যাটিং করেছেন।
advertisement
গুরজপনিত সিং, আয়ূষ বাদোনি, সূর্যাংশ শেঠগে, নিসান্ত সিন্ধু, প্রভসিমরন সিং ও অভিষেক পোড়েল – এই ছয়জন খেলোয়াড় তিনটি ম্যাচেই ভারত ‘এ’ দলের অংশ হবেন। তিলকের মতো অভিষেক শর্মা, হর্ষিত রানা ও অর্শদীপ সিং প্রথম ম্যাচে খেলবেন না, তবে পরের দুই ম্যাচে তারা দলে থাকবেন। দলের গঠন দেখে বোঝা যায়, নির্বাচকরা তরুণ প্রতিভাদের আরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা দিতে চাচ্ছেন।
এর আগে গুজব ছড়িয়েছিল, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন। কিন্তু বাস্তবে তারা কোনো ম্যাচেই অংশ নিচ্ছেন না। সর্বশেষ তারা খেলেছেন মার্চ ২০২৫-এ, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেই ম্যাচে রোহিতের ৭৬ রানের ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
আরও পড়ুনঃ IND vs PAK: ‘নো হ্যান্ডশেক’ ইস্যুতে এবার মুখ খুলল বিসিসিআই! যোগ্য জবাব পেল পাকিস্তান!
এই সিরিজটি তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ, যেখানে তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারবে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হওয়া খেলোয়াড়দের জন্য এটি জাতীয় দলের দুয়ারে পৌঁছানোর একটি সিঁড়ি হয়ে উঠতে পারে। ফলে এই সিরিজ ঘিরে তরুণ ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
