তবে ক্রিকেটীয় লড়াইয়ে ভারতের সঙ্গে এঁটে উঠতে না পারলেও মাঠের ভিতরে বিতর্কিত অঙ্গভঙ্গি করে শিরোনামে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ৷ বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে পাক তারকার করা এই অঙ্গভঙ্গি নিয়ে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে৷
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, একবার হ্যারিস রউফ দর্শকদের দিকে ফিরে হাত দিয়ে বিমান উড়ে যাওয়া এবং ভেঙে পড়ার ইঙ্গিত করছেন৷ এর পর আবার ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে হাত দিয়ে ৬-০ দেখাচ্ছেন পাকিস্তান পেসার৷
advertisement
পাক তারকার এই দুই ইঙ্গিত দেখে মনে করা হচ্ছে, অপারেশন সিঁদুরের সময় ভারতের ছটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করার যে ভিত্তিহীন দাবি পাকিস্তান করেছিল, আকার ইঙ্গিতের মাধ্যমে ভারতীয় সমর্থকদের সেকথাই মনে করিয়ে দিচ্ছিলেন রউফ৷
তবে ভাইরাল ভিডিও-তে শোনা গিয়েছে, বিরাট কোহলির নাম করে হ্যারিস রউফকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন ভারতীয় সমর্থকরা৷ কারণ ২০২২ সালের অক্টোবর মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৯ তম ওভারে পর পর দুটি বিরাট ছক্কা মেরেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার৷ যা ওই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল৷
রবিবার এশিয়া কাপের ম্যাচে ভারতীয় সমর্থকরা বাউন্ডারি লাইনের কাছে কোহলির নাম নিয়ে রউফকে খোঁচা দেওয়ার সময়ই মেজাজ হারিয়ে বিতর্কিত অঙ্গভঙ্গি করতে শুরু করেন পাকিস্তানের তারকা পেসার৷ রবিবারের ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রউফ৷
