গ্রুপ পর্বে ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে আছে আয়োজক জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে প্রথমবার খেলবে তানজানিয়া এবং ২০২০ সালের পর আবার ফিরছে জাপান।
advertisement
ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১৭ জানুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে তারা এবং ২৪ জানুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের সবগুলি গ্রুপ–পর্বের ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে। শক্তিশালী গ্রুপে থাকা সত্ত্বেও ভারত টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় নামছে।
আরও পড়ুনঃ IND vs SA: গত ৫৩ বছরে এমনটা হয়নি, গম্ভীরের কোচিংয়ে যে লজ্জার সাক্ষী হল ভারতীয় দল
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা তিন দল উঠবে সুপার সিক্স পর্বে, যেখানে ছয় দলের দুটি গ্রুপে পুনরায় লড়াই হবে সেমিফাইনালের টিকিটের জন্য। সুপার সিক্সের পর নকআউট পর্বে আয়োজন করা হবে দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ। আইসিসি জানিয়েছে, নকআউট ম্যাচগুলোর জন্য নির্ধারিত রিজার্ভ দিন রাখা হয়েছে, যাতে আবহাওয়া বা অন্য কোনো কারণে খেলা ব্যাহত হলে তা পুনর্নির্ধারণ করা সম্ভব হয়। এবারের বিশ্বকাপ অভিষেক দল ও শক্তিশালী প্রতিযোগিতায় ভরপুর হওয়ায় ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আসরই অপেক্ষা করছে।
