TRENDING:

২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

Last Updated:

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন দীপ্তি শর্মারা। সংগ্রাম আর অবহেলার ইতিহাস পেরিয়ে বহু প্রতীক্ষিত এই সাফল্যের পর মহিলা ক্রিকেটারদের স্বীকৃতি যেন বহুগুণে বেড়ে গিয়েছে। তার ফল হিসেবে ভারতীয় চার মহিলা ক্রিকেটারকে সম্মান দিল ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’।

advertisement
মুম্বই: আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ (Vogue)-এর কভার পেজে এবার জায়গা করে নিলেন হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা এবং প্রতিকা রাওয়াল। যা দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত হয়ে রইল।
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা (Photo Courtesy: Vogue India)
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা (Photo Courtesy: Vogue India)
advertisement

আরও পড়ুন– ১০০০-এর বেশি পোর্শে, ৮৫ ল্যাম্বরগিনি এবং আরও অনেক মডেল, ৯,০০,০০,০০,০০০ টাকার দামি দামি গাড়ি পড়ে আছে আটলান্টিক মহাসাগরের তলদেশে !

গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন হরমনপ্রীতরা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ২৯৮ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া । রান তাড়া করতে নেমে ২৪৬ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন দীপ্তি শর্মারা। সংগ্রাম আর অবহেলার ইতিহাস পেরিয়ে বহু প্রতীক্ষিত এই সাফল্যের পর মহিলা ক্রিকেটারদের স্বীকৃতি যেন বহুগুণে বেড়ে গিয়েছে। তার ফল হিসেবে ভারতীয় চার মহিলা ক্রিকেটারকে অন্যতম সম্মান দিল ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’।

advertisement

আরও পড়ুন– অভিনেতা বলিউড ছেড়েছিলেন, টয়লেট পেপার বিক্রি করেছিলেন এবং নিজের প্রত্যাবর্তনের গল্প নিজেই লিখেছিলেন, বিশাল মালহোত্রাকে মনে পড়ে?

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার চালাতে গাছে উঠে সংগ্রহ করছেন খেজুর রস মাজিদা, জেলায় প্রথম দেখা গেল মহিলা শিউলি
আরও দেখুন

২ নভেম্বরের পর থেকে ভারতে নতুন জোয়ার এসেছে মহিলা ক্রিকেট নিয়ে। হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানা-রিচা ঘোষরা ভারতকে বিশ্বজয়ের গৌরব এনে দিয়েছেন। ২২ গজের পর এবার গ্ল্যামার দুনিয়ায় ঝড় তুললেন ভারতের মহিলা ব্রিগেড। বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের জন্য ফটোশুট করলেন বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটাররা। সাধারণত গ্ল্যামারাস অবতারে দেখা যায় না হরমনপ্রীত কৌরদের। ফ্যাশন দুনিয়ায় সেভাবে দেখা যায় না মহিলা ক্রিকেটারদের। তবে এবার অতিপরিচিত ক্রিকেটারদের অন্য রূপে তুলে ধরল ভোগ ম্যাগাজিন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল