গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন হরমনপ্রীতরা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ২৯৮ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া । রান তাড়া করতে নেমে ২৪৬ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন দীপ্তি শর্মারা। সংগ্রাম আর অবহেলার ইতিহাস পেরিয়ে বহু প্রতীক্ষিত এই সাফল্যের পর মহিলা ক্রিকেটারদের স্বীকৃতি যেন বহুগুণে বেড়ে গিয়েছে। তার ফল হিসেবে ভারতীয় চার মহিলা ক্রিকেটারকে অন্যতম সম্মান দিল ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’।
advertisement
২ নভেম্বরের পর থেকে ভারতে নতুন জোয়ার এসেছে মহিলা ক্রিকেট নিয়ে। হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানা-রিচা ঘোষরা ভারতকে বিশ্বজয়ের গৌরব এনে দিয়েছেন। ২২ গজের পর এবার গ্ল্যামার দুনিয়ায় ঝড় তুললেন ভারতের মহিলা ব্রিগেড। বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের জন্য ফটোশুট করলেন বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটাররা। সাধারণত গ্ল্যামারাস অবতারে দেখা যায় না হরমনপ্রীত কৌরদের। ফ্যাশন দুনিয়ায় সেভাবে দেখা যায় না মহিলা ক্রিকেটারদের। তবে এবার অতিপরিচিত ক্রিকেটারদের অন্য রূপে তুলে ধরল ভোগ ম্যাগাজিন।
