এশিয়া কাপের ম্যাচে জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি অধিনায়ক সূর্যকুমার যাদব সহ ভারতীয় দলের কোনও সদস্য৷ এই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত৷ এর পরই এশিয়া কাপের ম্যাচ রেফারিদের প্যানেল থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসি-র কাছে দাবি জানায় পাক ক্রিকেট বোর্ড৷ যদিও পাকিস্তানের এই দাবি খারিজ করে দেয় আইসিসি৷ এর পরই পাকিস্তান দল সাংবাদিক বৈঠকে হাজির না হওয়ায় সত্যিই তারা টুর্নামেন্ট থেকে নাম তুলে নেবে কি না, তা নিয়ে আরও জল্পনা ছড়ায়৷
advertisement
যদিও সংবাদসংস্থা পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, টুর্নামেন্ট থেকে দল প্রত্যাহারের হুমকি নিয়ে অপ্রিয় প্রশ্ন এড়াতেই সাংবাদিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট দল৷ তবে সাংবাদিক বৈঠক বয়কট করলেও সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের আগে পাকিস্তান দল অনুশীলন করবে বলেই খবর৷
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের মতো পদক্ষেপ করলে আইসিসি-র বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়বে পাকিস্তান৷ পাক ক্রিকেট বোর্ডের এখন যা হাঁড়ির হাল, তাতে তারা সেই ঝুঁকি নেবে না৷ ফলে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি আসলে পাকিস্তানের ফাঁকা আওয়াজ বলেই মনে করা হচ্ছে৷
